সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। ছবি: সংগৃহীত।
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ কর্মখালি। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানে পরামর্শদাতা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। শূন্যপদ ২টি।
অ্যাকাডেমিক কনসালট্যান্ট:
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিংবা সমতুল প্রতিষ্ঠানে ডিন, রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর পদে অন্তত পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফ্রেমওয়ার্ক নিয়ে কাজের দক্ষতা থাকা দরকার।
অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালট্যান্ট:
বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগে পাঁচ বছর কিংবা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফ্রেমওয়ার্ক সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন।
বয়স এবং বেতন:
প্রার্থীদের বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের বেতন হিসাবে ৯৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহীদের প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,২০০ টাকা। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের কোনও ফি জমা দিতে হবে না।
অনলাইনে ওই ফি এবং সমস্ত নথি-সহ আবেদন ৭ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। নিয়োগের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (srfti.ac.in) দেখে নিতে পারেন।