বিধাননগর পুরনিগম। ছবি: সংগৃহীত।
বিধাননগর পুরনিগম (বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন) দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি পুরসভার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৭ বয়সের মধ্যে হতে হবে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৭ নভেম্বর বেলা ১২টা থেকে শুরু ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে বিধাননগর পুরনিগমের ওয়েবসাইট থেকে। সেখান থেকে যাবতীয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।