সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক অধীনস্থ গবেষণা কেন্দ্রে কর্মখালি। কলকাতার সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে। তবে, এই সংখ্যা প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কোমাটোগ্রাফি, ফাইটোকম্পাউন্ডস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট ছ’মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। তবে, ওই মেয়াদ কাজের প্রয়োজনে বৃদ্ধি করা হতে পারে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে আবেদন জানাতে হবে না। তাঁদের সরাসরি ১২ মার্চ কলকাতার সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।