Govt Jobs for Post Graduates

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের রাজ্য রাজ্যের স্বাস্থ্য বিভাগে সুযোগ! দিতে হবে পরীক্ষা এবং ইন্টারভিউ

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে জ়োনাল এন্টোমোলজিস্ট নিয়োগ করা হবে। ওই কাজে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩
Share:

এন্টোমোলজিতে থাকা চাই জ্ঞান ও দক্ষতা। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ওই প্রকল্পে জ়োনাল এন্টোমোলজিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

নিযুক্তদের রাজ্যের তিনটি প্রশাসনিক অঞ্চলে কাজ করতে হবে— প্রেসিডেন্সি ডিভিশন, বর্ধমান ডিভিশন ও জলপাইগুড়ি ডিভিশন। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।

এন্টোমোলজি, জ়ুলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পাবলিক হেলথ, মেডিক্যাল এন্টোমোলজি নিয়ে অন্তত ছ’মাসের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

এ ক্ষেত্রে ওই বিষয়ে পিএইচডি বা এমফিল করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রত্যেককেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে। এর মাধ্যমেই নিয়োগ কমিটির সদস্যেরা তাঁদের যোগ্যতা যাচাই করে নেবেন।

অনলাইনে রাজ্য স্বাস্থ্য বিভাগের পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠানো যাবে। আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement