জানা-অজানায় জন

আজ ৪৩ বছর পূর্ণ করলেন জন আব্রাহাম। মডেল থেকে অভিনেতা হয়ে ওঠা এই জনের সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু অজানা কথা। তবে জনের এমন অনেক ফ্যান আছেন যাঁরা তাঁর খুঁটিনাটি অনেক খবরই রাখেন। তাঁরাও পড়ে দেখুন কিছু অজানা নতুন তথ্য পেলেন কিনা!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ১৮:০০
Share:

আজ ৪৩ বছর পূর্ণ করলেন জন আব্রাহাম। মডেল থেকে অভিনেতা হয়ে ওঠা এই জনের সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু অজানা কথা। তবে জনের এমন অনেক ফ্যান আছেন যাঁরা তাঁর খুঁটিনাটি অনেক খবরই রাখেন। তাঁরাও পড়ে দেখুন কিছু অজানা নতুন তথ্য পেলেন কিনা!
জনের অন্য নাম: জানেন কী জন আব্রাহামের আরেক নাম ফারহান! এ নাম তাঁর পার্শি মায়ের দেওয়া।
ভাল ছাত্র: ছেলেবেলা থেকেই খেলাধুলোর খুব শখ ছিল জনের যার প্রমানআমরা সম্প্রতি পেয়েছি আইএসএল-এ। তিনি নর্থইস্ট ইউনাইটেড ফুটবল দলের মালিক। তবে খেলাধুলোয় ঝোঁক বেশি বলে তিনি পড়াশোনায় মোটেই খারাপ ছিলেন না। কোনও দিনই ‘ফেল’ করতে হয়নি তাঁকে। মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে ইকোনমিক্স-এ স্নাতক হন জন।
অভিনেতা হওয়ার আগে: অভিনেতা হওয়ার আগে জন আব্রাহাম যে মডেলিং করতেন সে কথা আমরা সকলেই জানি। কিন্তু মডেলিং-এর আগে কী করতেন জন? একটি মিডিয়া ফার্মে মিডিয়া প্ল্যানারের কাজ করতেন তিনি। আর এখান থেকেই মডেলিং-এ ঝোঁক আর মডেলিং থেকে অভিনয়ে আসেন তিনি।

Advertisement

জন্মদিনের গ্যালারিতে জন আব্রাহামকে
দেখতে ক্লিক করুন

পড়ুন আরও খবর

Advertisement

অজয়-শাহরুখ বন্ধু নন,
জানিয়ে দিলেন কাজল!

ট্রেন্ডি পোশাকের ব্র্যান্ডের মালিক জন: যুগোপযোগী ফ্যাশনেবল আকর্ষনীয় পোশাকের সম্ভার নিয়ে অনলাইনে রমরমিয়ে ব্যবসা করছে জেএ ক্লথস্(JA Clothes)। জন আব্রাহাম থেকেই এই জেএ।
প্রযোজক জন: মডেলিং থেকে অভিনেতা, অভিনেতা থেকে সফল অভিনেতা হয়ে উঠেছেন জন। ২০০৩-এ জিসম্ ছবিতে আত্মপ্রকাশ ঘটে জনের। আর আত্মপ্রকাশেই হিট। কিন্তু অভিনয়েই থেমে থাকেননি তিনি। ২০১২ সালে সুজিত সরকারের ভিকি ডোনার ছবিটির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয় ফারহানের (জন)। আর আমদের সকলেরই খেয়াল আছে যে ছবিটি বাণিজ্যিকভাবে কতোটা সফল! জনের প্রযোজিত পরবর্তি ছবি সুজিত সরকারের ম্যাড্রাস ক্যাফে। বাণিজ্যিকভাবে এ ছবিটিও বেশ সফল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement