Entertainment News

বিমান দুর্ঘটনা থেকে জোর রক্ষা সানি লিওনদের, ভিডিও প্রকাশ অভিনেত্রীর

নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন বুধবার লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ২২:০৭
Share:

ছবি: সংগৃহীত।

জোর বাঁচলেন সানি লিওন। ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখ থেকে ফিরে এলেন অভিনেত্রী। ফিরে এলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে সকলেই অক্ষত বলেও জানিয়েছেন সানি লিওন।

Advertisement

নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন বুধবার লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি।’’ তিনি জানিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে তাঁদের প্রাইভেট ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ঙ্কর একটি ঘটনা এড়ানো গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সানির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ছিলেন। ছিলেন অন্য টিম মেম্বাররাও। বিমানটি দুর্ঘটাগ্রস্ত হলে সকলেরই প্রাণসংশয় হত।

! ! !

Advertisement

টুইটারে পোস্ট করা ভিডিওয় অভিনেত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের কোনও একটি প্রত্যন্ত এলাকা থেকে তাঁরা গাড়িতে বাড়ি ফিরছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি বার বার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন।

আরও পড়ুন: সেটে ভেঙে পড়ল ছাদ, অল্পের জন্য বাঁচলেন শাহরুখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement