জন্মদিনে রণবীরকে কী গিফট দিলেন নীতু এবং ক্যাটরিনা?

ছেলের জন্মদিন বলে কথা! মা তো সেলিব্রশনের সব আয়োজন করবেনই। কিন্তু সেলিব্রশনে বাধ সাধল দূরত্ব। সোমবার ৩৩-এ পা দিলেন রণবীর কপূর। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে লন্ডনে রয়েছেন রণবীর। তাই এ বছর মুম্বইয়ের বাড়িতে থেকে মায়ের হাতে কেক খাওয়া হল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৩
Share:

কেক কাটছেন রণবীর। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

ছেলের জন্মদিন বলে কথা! মা তো সেলিব্রশনের সব আয়োজন করবেনই। কিন্তু সেলিব্রশনে বাধ সাধল দূরত্ব। সোমবার ৩৩-এ পা দিলেন রণবীর কপূর। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে লন্ডনে রয়েছেন রণবীর। তাই এ বছর মুম্বইয়ের বাড়িতে থেকে মায়ের হাতে কেক খাওয়া হল না। ছেলের যাতে একেবারে মন খারাপ না হয় সে জন্য রণবীরকে ‘স্পেশাল বার্থডে উইশ’ করেছেন নীতু সিংহ। ইন্সটাগ্রামে নায়কের ছোটবেলার কিছু ছবিও শেয়ার করছেন নীতু। সেখানে লেখা রয়েছে, ‘হ্যাপি বার্থ ডে রানা…’। মায়ের তরফ থেকে এটাই রণবীরের জন্মদিনের উপহার।

Advertisement

লন্ডনে ছবির সেটে রণবীরের বার্থডে সেলিব্রেশন বেশ ভালভাবেই হয়েছে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ টিম স্পেশাল বার্থডে কেকের অর্ডার দিয়েছিল। ঘড়ির কাঁটা রাত বারোটা পেরোতেই মোমবাতি জ্বেলে কেক কাটলেন রণবীর। পাশে ছিলেন ছবিতে তাঁর নায়িকা অনুষ্কা শর্মা। আর কে ছিল জানেন কি? চোখ বন্ধ করে অনুমান করলেও ঠিক উত্তরটাই দেবেন বোধহয়। তিনি ক্যাটরিনা কইফ।

‘হ্যাপি বার্থ ডে রানা…’। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

Advertisement

নিজের শুটিং বাতিল করেই কর্ণ জোহরের সেটে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। কেন জানেন? রণবীরকে জন্মদিনে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন তিনি। আর জন্মদিনে ক্যাটরিনাকে পাশে পাওয়া সম্ভবত রণবীরের সেরা উপহার। ‘বার বার দেখো’র শুটিং থেকে কোনও মতে দিন দু’য়েকের ছুটি আদায় করেছিলেন ক্যাট সুন্দরী। ‘বয়ফ্রেন্ড’এর জন্মদিনের জন্য এটুকু তো করতেই হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement