Entertainment News

গরমের ছুটিতে সিনেমার মজা দেবে ‘ছুটির লুটোপুটি’

বেশ কয়েক বছর আগে গরমের ছুটির মজা ছিল টেলিভিশনের ‘ছুটি ছুটি’ অনুষ্ঠান। অনেকটা তারই আদলে ‘ছুটির লুটোপুটি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৯ ২০:২২
Share:

এই সব ছবি দেখা যাবে টিভির পর্দায়।

গরমের দুপুর। টিভিতে কখনও ‘যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভাগবান।’ কখনও বা মুকুলের সঙ্গে ‘সোনার কেল্লা’র খোঁজ। ‘গোপাল ভাঁড়’-এর মজা আছে। আছে ‘পাতালঘর’-এর রহস্য। কখনও বা ‘রামধনু’ এখনকার বাবা-মায়েদের সমস্যা বুঝতে সাহায্য করবে। কখনও বা ‘দেব আই লাভ ইউ’ বলে ডাক দেবে দিতিপ্রিয়া…।

Advertisement

এত সব ছবি একসঙ্গে এ বার দেখা যাবে টিভির পর্দায়। গরমের ছুটি জমে যাবে ছোটদের। আর বাবা-মায়েরাও চেনা ছবি নতুন করে ফিরে দেখার সুযোগ পাবেন।

বেশ কয়েক বছর আগে গরমের ছুটির মজা ছিল টেলিভিশনের ‘ছুটি ছুটি’ অনুষ্ঠান। অনেকটা তারই আদলে ‘ছুটির লুটোপুটি’ নিয়ে আসতে চলেছে জি বাংলা সিনেমা। সেখানেই দেখা যাবে বিভিন্ন জনপ্রিয় নতুন এবং পুরনো সিনেমা। গরমের দুপুর ছোটদের কাটতে পারে সিনেমার হাত ধরে।

Advertisement

আরও পড়ুন, বিয়ে করলেন নবনীতা-জিতু, দেখুন ফোটো অ্যালবাম

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement