খৈয়ামের স্মৃতিতে

লিখেছেন, ‘‘খৈয়াম সাব আমাকে ছোট বোনের মতো স্নেহ করতেন। আমার জন্য স্পেশ্যাল গানও কম্পোজ় করেছেন। ওঁর সঙ্গে কাজ করতে খুব ভাল লাগত। তবে ওঁকে খুব ভয়ও পেতাম। কারণ উনি ছিলেন পারফেকশনিস্ট।’’

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০০:৪৯
Share:

খৈয়াম

সোমবার রাতে মারা গিয়েছেন বলিউডের প্রবাদপ্রতিম সুরকার খৈয়াম। মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পদ্মভূষণ ও সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মানে ভূষিত হয়েছেন প্রবীণ সুরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, ঋষি কপূর, জাভেদ আখতার, সোনু নিগম টুইটে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। লতা একাধিক টুইট করেছেন। লিখেছেন, ‘‘খৈয়াম সাব আমাকে ছোট বোনের মতো স্নেহ করতেন। আমার জন্য স্পেশ্যাল গানও কম্পোজ় করেছেন। ওঁর সঙ্গে কাজ করতে খুব ভাল লাগত। তবে ওঁকে খুব ভয়ও পেতাম। কারণ উনি ছিলেন পারফেকশনিস্ট।’’

Advertisement

‘উমরাও জান’ খৈয়ামের অমর সৃষ্টি। সেই ছবির পরিচালক মুজফ্ফর আলি লিখেছেন, ‘‘ওঁর সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক। ওঁকে ছাড়া সঙ্গীত ভাবতেই পারতাম না। ‘উমরাও জান’ ছাড়া ‘অঞ্জুমান’ ও ‘জ়ুনি’তেও আমরা একসঙ্গে কাজ করেছি। তবে ওই দু’টি ছবি মুক্তি পায়নি।’’

অমিতাভ লিখেছেন, ‘‘বন্ধুবৎসল, নম্র স্বভাবের মানুষ ছিলেন। আমার অনেক গুরুত্বপূর্ণ ছবিতে ওঁর সঙ্গীত ছিল।’’ জাভেদের কথায়, ‘‘ওঁর অমরত্বের জন্য একটি গানই যথেষ্ট, ‘উয়ো সুবাহা কভি তো আয়েগি...’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন