Aahana Kumra

ভোজপুরি গায়কের সঙ্গে বচসা, পাচ্ছেন খুনের হুমকি! নিজেকে কেন শেষ করে দিতে চেয়েছিলেন বলিউডের অহনা?

২০১৩ সালে বলিউডে পা রাখেন অহনা। অমিতাভ বচ্চন থেকে নাসিরুদ্দিন শাহের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তার পরও নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অভিনেত্রী। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১১:৩২
Share:

অহনা কুমরা। ছবি: সংগৃহীত।

কখনও সিনেমায় অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন, কখনও আবার যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বলে সমালোচনায় জড়িয়েছেন। তবুও প্রতিবাদ করা থামাননি তিনি। কিন্তু একটা সময় আসে, যখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবেন তিনি। কেন আত্মহননের চিন্তা আসে অহনা কুমরার?

Advertisement

২০১৩ সালে বলিউডে পা রাখেন অহনা। অমিতাভ বচ্চন থেকে নাসিরুদ্দিন শাহের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। একাধিক ওয়েব সিরিজ়ের পাশাপাশি ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সলাম বেঙ্কি’র মতো ছবিতে অভিনয় করেছেন আহনা। হিন্দি ভাষার পাশাপাশি তুলু ভাষাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে বলিপাড়ার অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে অহনা জানিয়েছিলেন, বলিউডের সংস্পর্শে আসার পর ঝলমলে দুনিয়ার নেপথ্যের কঠিন সত্য দেখেছিলেন। এতটাই মুষড়ে পড়েছিলেন যে, আত্মহত্যা করার কথাও নাকি ভেবে ফেলেছিলেন অভিনেত্রী। বলিউডে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন একসময়। ভাল অভিনেত্রী হিসাবে স্বীকৃতি পেয়েও একের পর এক কাজ হাতছাড়া হতে থাকে। ভেঙে পড়েন, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসে মাথায়। যদিও সেই অবস্থা থেকে বেরিয়েছেন নিজের চেষ্টায়। নিজেকে বুঝিয়েছেন অহনা। তাঁর কথায়, ‘‘আমি পরে নিজেকে বোঝালাম, এই কাজে যদি ব্যর্থ হই তা হলে অন্য আর কী করতে পারি! এখন আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা করা আছে। আমি জানি, যে পরিমাণ প্রত্যাখান পেয়েছি, তার থেকেও বেশি প্রত্যাখান অপেক্ষা করছে আমার জন্য। কিন্ত নিশ্চয়ই এমন কোনও কাজ থাকবে, যেটা আমি সত্যিই ভাল করে করতে পারব।’’

Advertisement

এরই মাঝে নাকি খুনের হুমকি পাচ্ছেন অভিনেত্রী। ‘রাইজ় অ্যান্ড ফল’ নামক অনুষ্ঠানে ভোজপুরি অভিনেতা পবন সিংহ ছিলেন অহনার প্রতিযোগী। এই অনুষ্ঠানের প্রতিযোগিতা চলাকালীন পবনের সঙ্গে ঝগড়া হয়েছিল অহনার। পরে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান দু’জনেই। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় দুই প্রতিযোগী পরস্পরের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। কিন্তু সেই ঝগড়ার রেশ ভয়ঙ্কর প্রভাব ফেলে চলেছে নায়িকার জীবনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement