Aamir Khan

প্রেমিকা গৌরীকে ছাড়া কোথাও যান না, ফের যেন একা হয়ে গেলেন আমির, কারণ জানালেন তারকা

অভিনেতা নিজেই জানিয়েছিলেন গৌরী তাঁর জীবনে শান্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু হঠাৎই একা হয়ে গেলেন আমির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:১৩
Share:

(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট, (ডান দিকে) আমির খান। ছবি: সংগৃহীত।

আমির খানের প্রেম নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় চর্চা তুঙ্গে। যদিও এর আগে দু’টি বিচ্ছেদপর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন তিনি। সব জায়গায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে যান। কোনও প্রযোজকের অফিসের বৈঠক হোক কিংবা কোনও অনুষ্ঠান। এমনকি, বিমানবন্দরেও গৌরীর হাত ছাড়তে চান না আমির। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, গৌরী তাঁর জীবনে শান্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু হঠাৎই একা হয়ে গেলেন আমির?

Advertisement

আমির খান তাঁর নতুন সম্পর্কের কথা সামনে আনতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন গৌরী। যেখানেই বেরোন, তাঁকে ঘিরে ধরে ছবিশিকারির দল। যদিও মুম্বইয়ের বিনোদনজগতের সঙ্গে এখনও খুব একটা মানিয়ে উঠতে পারেননি গৌরী। তবে আমির সর্বদা সঙ্গিনীকে সময় দিয়েছেন। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আমির একা পৌঁছোতেই প্রশ্ন ওঠে। তখন অনুষ্ঠানের আয়োজকদের অভিনেতা জানান, গৌরীকে নিয়ে আসার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে স্কুলের কিছু কাজ পড়ে যাওয়ায় গৌরী আসতে পারেননি। তবে আমির কথা দেন, পরের বার এই অনুষ্ঠানে গৌরীকে নিয়ে আসবেন।

গৌরীকে ছাড়া আমিরকে দেখে নিন্দকেরা ফিসফাস শুরু করলেও ছবিশিকারিদের সামনে সবটা স্পষ্ট করে দেন আমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement