Entertainment News

প্রকাশ্যে এল ‘ঠগস অব হিন্দোস্তান’-এ আমিরের লুক

এর আগেই অমিতাভের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এ বার আমির খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৬
Share:

আমির খান। ছবি: আমিরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

আমির খানের যে কোনও ছবি নিয়েই আলাদা উৎসাহ তৈরি হয় দর্শক মহলে। ‘ঠগস অব হিন্দোস্তান’ও তার ব্যতিক্রম নয়। তবে এই ছবি নিয়ে আগ্রহ আরও বেশি। কারণ, এই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চন এবং আমির খান।

Advertisement

এর আগেই অমিতাভের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এ বার আমির খান। মুক্তি পেয়েছে ২৫ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে আমির খান ফিরাঙ্গির ভূমিকায়। ফার্স্ট লুক দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, হয়তো কোনও বিদেশির চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।

আমির নিজে সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করে লিখেছেন, ‘‘এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।’’

Advertisement

আরও পড়ুন, আমির খানের শুধু বাড়িই রয়েছে ২৫টা! জানতেন!

জানা গিয়েছে ১৮৩৯-এ প্রকাশিত ফিলিপ ম্যাডোসের লেখা বই ‘কনফেশনস্ অফ আ থাগ’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। আমিরের চরিত্রটি অ্যান্টাগনিস্ট। এ ছাড়াও ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেখের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement