কিসের অনুশোচনা আমিরের? ছবি: সংগৃহীত।
দেখতে দেখতে কেটে গিয়েছে জীবনের ৬০টা বছর। এই বয়সে এসে নতুন প্রেম খুঁজে পেয়েছেন ঠিকই। কিন্তু তাও অনুশোচনায় ভুগছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুঃখের কথা জানালেন অভিনেতা।
আমির পরিবারকে যথেষ্ট সময় দেন না। এই অভিযোগ বার বার উঠেছে। সাক্ষাৎকারে নিজেও স্বীকার করেছেন আমির। তিনি বলেছেন, “‘লাল সিংহ চড্ডা’ ছবির আগেই আমি কাজ থেকে অবসর নেব ভেবেছিলাম। নিজেকে নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। কোভিড অতিমারীর শেষের দিকে উপলব্ধি করেছিলাম, আমার জীবনের অধিকাংশ সময় আমি কাটিয়ে ফেলেছি। কিন্তু ১৮ বছরের পর থেকে জীবনের বেশিরভাগ সময়ই আমার জীবন জুড়ে ছিল শুধুই ছবির কাজ।”
আমির সাক্ষাৎকারে বলেছেন, “এই সব ভাবতে ভাবতেই বুঝলাম, আমি আমার পরিবার, সম্পর্কে বেশি সময় দিইনি। সন্তান, ভাইবোন, পরিবার কেউই সময় পায়নি আমার। কিরণ বা রিনার সঙ্গে বিয়ে করেছিলাম। কিন্তু এই মানুষগুলোকে সময় দিতে পারিনি।”
কথাগুলি বলতে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আমির। তিনি বলেন, “কোভিড চলাকালীন এগুলি ভাবতাম। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। নিজেকে দোষী মনে হচ্ছিল। নিজে যা যা করেছি, তা ভেবে মোটেই ভাল লাগছিল না। আমি ৩৫ বছরে বহু ছবি করেছি। তাই এ বার পরিবারকে সময় দেওয়া দরকার। সৌভাগ্যবশত এই ভাবনাগুলো যখন আসে, তখন আমার বয়স ৫৫-৫৭ বছর। ৮৮ নয়। তা হলে অনেকটা দেরি হয়ে যেত। এখন অন্তত আমি কিছু করতে পারব।”
উল্লেখ্য, আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে আমিরের ছবি ‘সিতারে জ়মিন পর’। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডিসুজ়া।