Aamir Khan Girlfriend

‘বিয়ে আমার শোভা পায়’! গৌরী জীবনে আসতেই তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন আমির?

গৌরী এসেছেন জীবনে। তৃতীয় বার সংসারী হতে চলেছেন আমির? কোন আভাস দিয়েছিলেন মাস কয়েক আগে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৫:৫৭
Share:

গৌরীর সঙ্গে তৃতীয় বারের জন্য সংসারী হতে চান আমির! ছবি: সংগৃহীত।

ষাটেই নতুন শুরু। ফের বসন্তের ছোঁয়া আমির খানের জীবনে। প্রেমে পড়েছেন অভিনেতা। পাত্রী ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে ছিল আমিরের। বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি। আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে। এমনকি তাঁরা থাকেন একই আবাসনে। যদিও একা থাকতে বড় ভয় পান। নিজেই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন, তাঁর জীবনে সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন আমির। এ বার কি তবে তৃতীয় বার সংসারী হতে চলেছেন অভিনেতা? আভাস দিয়েছিলেন মাস কয়েক আগেই।

Advertisement

সম্পর্কের বয়স ১৮ মাস। এর মধ্যেই গৌরীকে নিয়ে চিন্তাভাবনা অনেকটাই এগিয়ে ফেলেছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা। সেই কারণে আগেভাগে গৌরীকে প্রস্তুত করেছেন। একত্রবাস শুরু করে দিয়েছেন তাঁরা। বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরতা তাঁর নতুন প্রেমিকা। স্বাভাবিক ভাবে কানাঘুষো শুরু হয়েছে, তবে কি ফের বিয়ে করবেন আমির! যদিও তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের। মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তাঁকে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে এসে তাঁর তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না! যদিও একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন একা থাকতে পারেন না। তাঁর সঙ্গীর প্রয়োজন হয়। এছাড়াও আগের দুটো বিয়ে ব্যর্থ, এ বার তাই একটু বেশি সাবধানি আমির। সরাসরি বিয়ে নাকচ না করলেও খানিক দোটানায় রয়েছেন অভিনেতা, সেটাই বুঝিয়ে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement