Entertainment News

অম্বানীর ছেলের বিয়েতে রেগে গেল আরাধ্যা!

অভিষেক এবং ঐশ্বর্যার সঙ্গে আকাশ এব শ্লোকার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আরাধ্যা। রবিবার রাতে সেখানেই বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছিল এই স্টার কিড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৫:১৭
Share:

আকাশের বিয়ের অনুষ্ঠানে আরাধ্যা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মুকেশ অম্বানীর ছেলে আকাশের বিয়েতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। বিয়ের অনুষ্ঠানে ঢোকার আগে ফোটোগ্রাফারদের জন্য পোজও দিয়েছেন তাঁরা। কিন্তু সেখানেই নাকি রেগে গিয়েছিল ছোট্ট আরাধ্যা

Advertisement

অভিষেক এবং ঐশ্বর্যার সঙ্গে আকাশ এব শ্লোকার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আরাধ্যা। রবিবার রাতে সেখানেই বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছিল এই স্টার কিড। কিন্তু হঠাত্ই ক্যামেরার সামনে আরাধ্যা চেঁচিয়ে বলে ওঠে, “এ বার থামো।” সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামও ফোটোগ্রাফারদের ওপর চেঁচিয়ে উঠেছিল। গাড়িতে ওঠার সময় খুদের দিকে ক্যামেরা তাক করা হয়। সে সময় আব্রামকে জোরে বলতে শোনা গিয়েছিল, “নো…।” আর এ থেকেই বলি অন্দরে ঘুরছে নতুন প্রশ্ন। তারকা সন্তানরা ছোট থেকেই লাইমলাইটে থাকতে অভ্যস্ত। কিন্তু কখনও কখনও তাদেরও বিরক্তি আসতে পারে। বিরক্ত ছোট-বড় সকলেই হন। বড়রা হাসিমুখে তা সামলাতে পারেন। ছোটদের প্রকাশ অনেক তাড়াতাড়ি। যেমন করেছে আরাধ্যা বা আব্রাম। ফলে কোথাও পাপারাত্‌জিদের বাড়াবাড়ি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, শরীর নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় সপাট জবাব স্বস্তিকার

#Bachchan Family at #AkashAmbani Shloka Mehta’s Wedding Reception . . . #Aishwarya #aishwaryarai #aishwaryaraibachchan #abhishekbachchan #amitabhbachchan #ranbirkapoor #anushkasharma #deepikapadukone #priyankachopra #katrinakaif #sonamkapoor #jacquelinefernandez #salmankhan #aliabhatt #shahrukhkhan #shraddhakapoor #longines #ranveersingh #bollywood #magezine #pinkvilla #bollywoodstyle #TBWORLD2018 #بالیوود #بالیوود_ایران #تبلیغات #بالیوود_پارس #آیشواریا_رای

A post shared by Aishwarya Rai Queen (@aishwarya_rai_queen) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement