মরসুম পড়তেই চারিদিকে বিয়ের ফুল ফুটছে। বলিউড থেকে টলিউড— একের পর এক বিয়ে। বাদ গেল না হিন্দি টেলি দুনিয়াও। গত সপ্তাহে বিয়ে সারলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাদিয়া। পেশায় ব্যবসায়ী এবং প্রাক্তন অস্ত্র শিক্ষক, ব্রেন্ট গোবলের সঙ্গে রূপকথার মতো বিয়ে সারলেন আশকা।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ আশকা। ২০০৩-এ ‘কুসুম’ ধারাবাহিকে কুমুদ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আশকা। বিগ বস ৬-এও প্রতিযোগী ছিলেন তিনি।
মার্কিন দেশে ব্রেন্টের সঙ্গে আলাপ হয়েছিল আশকার। সেখানেই প্রেম শুরু। পরে ‘নাচ বলিয়ে’ অনুষ্ঠানেও যোগ দিয়েছিল এই জুটি।
গত বছর ডিসেম্বরেই এনগেজমেন্ট হয় তাঁদের।
গত শুক্রবার অমদাবাদে নিজের বাড়িতেই এলাহি ভাবে বিয়ে করলেন আশকা। উপস্থিত ছিলেন হিন্দি ধারাবাহিকের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা।
আশকার বিয়েতে এমনই ট্র্যাডিশনাল সাজে দেখা গিয়েছে মৌনী রায়কে। ছিলেন আদা খানও।
একেবারে প্রথা মেনে মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান করে বিয়ে করেন আশকা। সাজও ছিল ট্র্যাডিশনাল।
পরদিন বিয়ে সম্পন্ন হয় খ্রিস্টান মতে।ব্রেন্টের মায়ের ওয়েডিং গাউন পরেই বিয়ে করেছেন আশকা।
বিয়েতে জমজমাট পার্টির আয়োজন হয়েছিল। ডান্স ফ্লোরে নেমে পড়েছিলেন নবদম্পতিও। বিয়ের দিন নতুন বরকেও দেখা গেল হিন্দি গানে নাচতে। মৌনীর সঙ্গে ‘কাজরারে’ গানে নেচেছেন ব্রেন্ট।