Abhijeet Bhattacharya

গাল ভর্তি লিপস্টিকের দাগ! একা উদিত নন, চুম্বনে পিছিয়ে নেই অভিজিৎও, অনুভূতি জানালেন গায়ক

উদিত প্রসঙ্গে খানিক সুর নরম অভিজিতের। তাঁর চুমুকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১
Share:

উদিত একা নন, চুমুর অভিজ্ঞতা কেমন অভিজিতের? ছবি: সংগৃহীত।

দিব্যি গাইছিলেন। গাইতে গাইতে অনুরাগীর নিজস্বীর আবদার মেটাতে গিয়ে একেবারে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন উদিত নারায়ণ। নিমেষে ভাইরাল সেই ভিডিয়ো। দেশ জুড়ে বিতর্ক গায়ককে নিয়ে। তবে উদিত একা নন, গায়ক অভিজিৎ ভট্টাচার্যেরও এমন অভিজ্ঞতা রয়েছে। তাঁর গাল চুমুতে ভরিয়ে দেন অনুরাগীরা। যদিও উদিতের মতো পাল্টা ফিরিয়ে দিতে পারেননি। গোটা ঘটনাটা ঘটে প্রয়াত লতা মঙ্গেশকরের সামনে।

Advertisement

সম্প্রতি উদিতকে ‘খেলোয়াড়’ তকমা দিয়েছেন যেমন, বন্ধুর এমন দুর্দিনে তাঁর পাশেও দাঁড়িয়েছেন অভিজিৎ। এমনিতেই মহাত্মা গান্ধী থেকে শাহরুখ খান— সকলের বিষয়ে নানা কটাক্ষ করেন তিনি। কিন্তু উদিত প্রসঙ্গে খানিক সুর নরম অভিজিতের। তাঁর কথায়, ‘‘আসলে উদিত প্রেমের গান গায়, লোকে ভালবাসে ওকে। উপেক্ষা করাটা মুশকিল।’’ এই ধরনের একটি ঘটনা অভিজিতের সঙ্গেও ঘটেছে। মঞ্চে উঠতে পারছেন না, মহিলারা দুই গাল চুমুতে ভরিয়ে দিচ্ছেন। সেই সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। অভিজিৎ বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানে গিয়েছি। সেই সময় আমি অনেকটাই নতুন ইন্ডাস্ট্রিতে। চারটে মেয়ে মিলে ভীষণ রকম চুমু দিতে শুরু করে। মঞ্চে উঠতে পারছিলাম না। গোটাটই ঘটে লতাজির সামনে। দুই গালে শুধু লিপস্টিকের দাগ।’’ যদিও অভিজিৎ অবশ্য পাল্টা সেই চুম্বন ফিরিয়ে দিতে পারেননি।

চুম্বনের ঘটনা প্রসঙ্গে উদিত বলেছেন, “এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।” একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।” বাইরে সমালোচনার ঝড় বইছে। যদিও গায়কের সংসারে শান্তি বহাল, নিজেই জানিয়েছেন গায়ক। তাঁর কথায়, “মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সে দিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement