অভিষেকের ‘অল ইজ ওয়েল’

নায়ক নিজেই জানালেন ছবির মুক্তি-সংবাদ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর আসন্ন ছবি ‘অল ইজ ওয়েল’-এর ‘ফার্স্ট লুক’ আপলোড করে অভিষেক বচ্চন জানালেন, সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ২১অগস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:০১
Share:

নায়ক নিজেই জানালেন ছবির মুক্তি-সংবাদ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর আসন্ন ছবি ‘অল ইজ ওয়েল’-এর ‘ফার্স্ট লুক’ আপলোড করে অভিষেক বচ্চন জানালেন, সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ২১অগস্ট।

Advertisement

আনন্দ-সংবাদ, সন্দেহ নেই! একে তো বলিউডের আনাচে-কানাচে ফিসফিস শুরু হয়ে গিয়েছিল, আর কেন ছবি পাচ্ছেন না জুনিয়র বচ্চন! কেন অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবি করছেন তিনি! সব সন্দেহ মিটিয়ে এ বার নায়ক জানালেন— ‘অল ইজ ওয়েল’!

অবশ্য, শুধুই অভিষেকের ক্ষেত্রে নয়, ছবির পরিচালক উমেশ শুক্ল আর ছবির নায়িকার ক্ষেত্রেও ‘অল ইজ ওয়েল’ কথাটা খেটে যায়। এই ছবির শুটিং যে শুরু হয়েছিল ২০১৩-এর অক্টোবরে! এত দিন পেরিয়ে এ বার ছবি আসছে সিনেমা-হলে। তার পর আছেন ছবির নায়িকা আসিন, তিনিও তো ২০১২-র ‘খিলাড়ি ৭৮৬’-র পর থেকে পর্দায় গরহাজির ছিলেন।

Advertisement

জুনিয়র বচ্চনকে এই ছবিতে সঙ্গ দিচ্ছেন ঋষি কপূর এবং সুপ্রিয়া পাঠক। আর একটা ছোট্ট চরিত্রে ছবিতে মুখ দেখাবেন সোনাক্ষী সিংহ। সেই ‘ওহ্ মাই গড’ ছবি থেকেই উমেশের ‘লাকি ফ্যাক্টর’ সোনাক্ষী— সেই ছবিতে প্রভু দেবার সঙ্গে একটা গানে নেচেছিলেন মেয়ে। এ বার তিনি কামাল দেখাবেন এই ছবিতেও!

আশা করাই যায়, সব মিলিয়ে বক্স অফিসেও ছবি বলবে ‘অল ইজ ওয়েল’!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন