Entertainment News

মলদ্বীপে অমিতাভের জন্মদিনে কারা ছিলেন?

সোশ্যাল মিডিয়ায় অমিতাভের জন্মদিনের ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৩:৩৩
Share:

অমিতাভ বচ্চন।— ফাইল চিত্র।

অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন। তা নিয়ে দেশ জুড়ে ভক্তদের উন্মাদনা ছিলই। কিন্তু, ওই বিশেষ দিনে মুম্বইতে ছিলেন না বিগ বি। সপরিবারে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। এ বার প্রকাশ্যে এল সেই ছবি।

Advertisement

আরও পড়ুন, ‘শেমলেস সেলফি’ পোস্ট করে ট্রোলড ফতিমা!

সোশ্যাল মিডিয়ায় অমিতাভের জন্মদিনের ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ ও জয়ার সঙ্গে রয়েছেন শ্বেতা ও অভিষেক। রয়েছেন পূত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। আর অবশ্যই দুই নাতনি আরাধ্যা ও নভ্যা নভেলি নন্দা।

Advertisement

আরও পড়ুন, হঠাত্ রণবীরকে কেন ফোন করলেন মান্যতা?

চলতি বছরে ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের প্রয়াণের কারণে কোনও অনুষ্ঠানই পালন করছেন না বচ্চনরা। অমিতাভও জন্মদিনটা একেবারে নিজের মতো করে কাটিয়েছেন। আরাধ্যা নাকি দাদুর জন্য একটা স্পেশাল গিফট তৈরি করেছিল। সে নিজে হাতে একটা কার্ড এঁকেছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য। الصورة الاولي في ٢٠١٧ الصورة الثانية في ٢٠١٦ الباتشانز 😍 👑 ❤ 😍 👑 ❤ _ _ _ __ ابهيشيك_باتشان اميتاب_باتشان (__)

الصورة الاولي في ٢٠١٧ الصورة الثانية في ٢٠١٦ الباتشانز 😍 👑 ❤ 😍 👑 ❤ _ _ _ __ ابهيشيك_باتشان اميتاب_باتشان

(__)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement