পাশাপাশি তিন প্রজন্ম

সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে, খাজান সিংহ সূরী (অমিতাভের দাদু), অমিতাভ ও অভিষেককে। ক্যাপশনে পঞ্জাবি পরম্পরার কথাও লিখেছেন। দু’বছর পর ক্যামেরার সামনে ফিরছেন অভিষেক।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০০:০০
Share:

অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’ ছবিতে পাগড়িবাঁধা অভিষেক বচ্চনের লুক ভাইরাল হয়েছে। অভিষেকের লুকের সঙ্গে নিজের দাদুর লুকের মিল খুঁজে পেয়েছেন অমিতাভ বচ্চন। ছেলেকে তা জানিয়েওছেন তিনি। সেই সূত্র ধরেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিষেক। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে, খাজান সিংহ সূরী (অমিতাভের দাদু), অমিতাভ ও অভিষেককে। ক্যাপশনে পঞ্জাবি পরম্পরার কথাও লিখেছেন। দু’বছর পর ক্যামেরার সামনে ফিরছেন অভিষেক। সেটের নানা মুহূর্ত উপভোগ করছেন তিনি। তাঁর ইনস্টাগ্রামও ভরে উঠেছে নানা ছবিতে। কখনও অনুরাগের সঙ্গে খুনসুটি, কখনও বা মেকআপের আগের সেলফি... মনের খেয়ালেই চলছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement