Abir Chatterjee

Abir: দুই হাতে দুই ‘গান’! তাই দিয়েই বলি-টলিতে জমজমাট রাজ্যপাট আবীরের

পর্দার ব্যোমকেশ বলিউডে। পর্দার ‘সোনাদা’ গান নিয়ে আসছেন ছোট পর্দায়। দুই অবতারেই হিট আবীর চট্টোপাধ্যায়। খবরে আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৫:৩১
Share:

টলিউডে আছেন আবীর বলিউডেও

এক হাতে ‘গান’ মানে বন্দুক। আর এক হাতে ‘গান’ মানে সঙ্গীত। আবীর চট্টোপাধ্যায়ের এই দুই ‘অস্ত্র’য়েই ঘায়েল বলিউড-টলিউড! বড় পর্দা, ছোট পর্দা, ওয়েব প্ল্যাটফর্ম কিচ্ছু বাকি রাখছেন না অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অবরোধ ২’ সিরিজের ছোট্ট ঝলক। সেখানে বন্দুক হাতে সেনা অফিসার বড় পর্দার ‘ব্যোমকেশ’। শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের মতোই এ বার বলিউডে পর্দার ‘সোনাদা’ও। পাশাপাশি, বুধবার রাতে প্রকাশ্যে জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র প্রচার ঝলক। সেখানে লাল টুকটুকে পাঞ্জাবিতে আবীর উপস্থিত। যা ইঙ্গিত করছে, শো-এর সঞ্চালনায় আবার তিনিই।

এর আগেও এই গানের রিয়্যালিটি শো এবং চ্যানেলের পুরস্কার মঞ্চে জমিয়ে সঞ্চালনা করেছেন আবীর। ছোট পর্দায় তাঁর সঞ্চালনার হাতেখড়ি ‘সারেগামাপা’ দিয়েই। এর আগে এই শো-এর সঞ্চালক ছিলেন যিশু সেনগুপ্ত। তিনি স্টার জলসার রিয়্যালিটি শো-এর সঞ্চালনায় যোগ দিতেই জি বাংলা নিয়ে আসেন আবীরকে। সেই সময় দর্শকেরা সাময়িক দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিলেন দুই শিবিরে। এক দল যিশুর সঞ্চালনায় মুগ্ধ। তাঁরা আবীরকে নিয়ে সন্দিহান ছিলেন। অন্য দল ভরসা করেছিলেন পর্দার ‘সোনাদা’র উপরে। তাঁরা মিথ্যে প্রমাণিত হননি।

Advertisement

২০২০-র জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘অবরোধ: দ্য সিজ উইদিন’-এর দ্বিতীয় পর্ব সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের ‘অবরোধ ২’। সিরিজের প্রথম পর্বে পটভূমিকায় ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অমিত সাধ, নীরজ কবি, বিক্রম গোখেল, দর্শন কুমার, অনন্ত মহাদেবন, মধুরিমা তুলি। তারই দ্বিতীয় পর্বে সেনা অফিসার আবীর। নতুন পর্বে আবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় সুরি, নীরজ কবি, আহানা কুমরা, অনন্ত মহাদেবন, রাজেশ খট্টর, মোহন আগাসের মতো অভিনেতাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন