Jowar Bhanta Serial

‘প্রাইম টাইম পেলে বেঙ্গল টপার হতাম’! আলোচনায় উজি-ঋষির রসায়ন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে কী বললেন তাঁরা?

নায়ক-নায়িকার সমীকরণ নিয়েও আলোচনা চলছে। স্বামী ঋষির প্রেমের হাবুডুবু উজি। দিদি নিশার সঙ্গে সেই জন্য দূরত্বও তৈরি হয়েছে। এর মাঝে ধারাবাহিকের প্রতিযোগিতা নিয়ে কী বললেন আরাত্রিকা-অভিষেক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯
Share:

টিআরপি প্রতিযোগিতা নিয়ে কী বললেন আরাত্রিকা মাইতি এবং অভিষেক বর্মা? ছবি: সংগৃহীত।

স্বামী ঋষির প্রেমের হাবুডুবু উজি। দিদি নিশার সঙ্গে সেই জন্য দূরত্বও তৈরি হয়েছে। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের প্রতিটি পর্বে নতুন নতুন মোড় আসছে। নায়ক-নায়িকার সমীকরণ নিয়েও আলোচনা চলছে। দর্শকের একাংশের দাবি, বাস্তবে তাঁরা হয়তো সম্পর্কে জড়িয়েছেন। এক দিকে এত আলোচনা, কিন্তু তার পরেও টিআরপি তালিকায় প্রথম পাঁচে নেই ধারাবাহিকের নাম।

Advertisement

শুটিংয়ের ফাঁকে এই প্রসঙ্গেই নিজেদের মতামত জানালেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিষেক বর্মা। নায়ক-নায়িকার সমীকরণ নজর কাড়লে এমনিই তাঁদের বাস্তব সম্পর্ক নিয়ে প্রশ্নের শেষ থাকে না। তাঁদের মতে, সমীকরণ পছন্দ হলে তাঁদের জন্যই ভাল। তবে টিআরপি নম্বরের বিষয়ে প্রশ্ন উঠলে অভিনেতার দাবি, নম্বরের ওঠাপড়া অনেক কিছুর উপরে নির্ভর করে।

অভিষেক বললেন, “টিআরপি নম্বর নির্ভর করে, কোন সময়ে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে তার উপর। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের ধারাবাহিকটি যদি প্রাইম টাইম অর্থাৎ যে সময়ে বেশি সংখ্যক দর্শক দেখে তখন সম্প্রচারিত হত তা হলে বেঙ্গল টপার হত।”

Advertisement

প্রতি দিন রাত ৯টায় সম্প্রচারিত হয় ‘জোয়ার ভাঁটা’। সেই এক সময় অন্য চ্যানেলে সম্প্রচারিত হয় ‘চিরসখা’ ধারাবাহিকটি। অভিনেত্রী আরাত্রিকা বললেন, “সেই হিসাবে আমরা যে নম্বর পাচ্ছি সেটা খুবই ভাল। আর চিরসখা অন্য ধরনের গল্প। সেই গল্পের সঙ্গে টেক্কা দিচ্ছি। নিশ্চয়ই আমাদের যোগ্য মনে করেছে তাই বেছে নেওয়া হয়েছে।” উল্লেখ্য, নিশা, ঋষি, উজির জীবন কোন দিকে মোড় নেবে তা জানতেই বেশি আগ্রহী দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement