Asif Khan

বুকের ব্যথায় অচৈতন্য হয়ে পড়েন, কিন্তু হৃদ্‌রোগ নয়! কোন অসুখে ভুগছেন ‘পঞ্চায়েত’-এর আসিফ?

অসুস্থ হওয়ার আগে রাজস্থান থেকে মুম্বই পর্যন্ত গাড়ি চালিয়ে এসেছিলেন আসিফ। সন্ধে গড়াতেই শুরু হয় বুকে ব্যথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২১:৩২
Share:

‘পঞ্চায়েত’-এর আসিফ কী জানালেন হাসপাতাল থেকে বেরিয়ে? ছবি: সংগৃহীত।

মাত্র ৩৪ বছরে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান। হঠাৎই শুরু হয়েছিল বুকে ব্যথা। অচৈতন্য হয়ে পড়েন মুহূর্তে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। প্রথমে শোনা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত তিনি। কিন্তু হৃদ্‌রোগ নয়। সমস্যা ছিল অন্যত্র, হাসপাতাল থেকে ফিরে নিজেই জানালেন আসিফ খান।

Advertisement

অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, “প্রথমত, একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই— আমি হৃদ্‌রোগে আক্রান্ত হইনি। গ্যাস্ট্রোইসোফেজিল রিফ্লাক্স ডিজ়িজ-এ আক্রান্ত হয়েছিলাম। তবে সমস্ত উপসর্গ ছিল হার্ট অ্যাটাকের মতোই। এখন আমি সম্পূর্ণ সুস্থ।”

অসুস্থ হওয়ার আগে রাজস্থান থেকে মুম্বই পর্যন্ত গাড়ি চালিয়ে এসেছিলেন আসিফ। সন্ধে গড়াতেই শুরু হয় বুকে ব্যথা। শৌচালয়ে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে আসিফকে চিকিৎসকের পরামর্শ— জীবনযাপনে বদল আনতে হবে। বিশেষ করে খাওয়াদায় বদল আনার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। আমিষ খাবারে নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে তাঁকে। পাশাপাশি আরও বেশি করে শরীরচর্চা করতে বলা হয়েছে আসিফকে।

Advertisement

অসুস্থতার জন্য কাজে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই দিকে লক্ষ রাখছেন আসিফ। তিনি জানিয়েছেন, কাজ কাজের মতোই এগোবে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সমাজমাধ্যমে লেখেন, “ফোন থেকে আমি দূরে ছিলাম। আমার ভাল লেগেছে ফোন থেকে নিজেকে সরিয়ে রেখে। বহু বার্তা পেয়েছি। সকলকে উত্তর দিতে প্রায় মাস খানেক লেগে যাবে। এত ভালবাসা আমি আশা করিনি। আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement