কিঙ্কর আর আর্যর সমীকরণ নজর কাড়ছে দর্শকের। ছবি: সংগৃহীত।
সুস্থ হয়ে মঙ্গলবার থেকে শুটিংয়ে ফেরার কথা অভিনেতা জীতু কমলের। সূত্র বলছে তেমনটাই হচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে ফিরছে আর্য সিংহ রায়। গল্পে দেখানো হচ্ছিল নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বার আশা করা যায় ফিরে পাওয়া যাবে নায়ককে। জীতুর শুটিংয়ে ফেরার খবরে আনন্দিত তাঁর সহ-অভিনেতারা।
আর্য এবং কিঙ্করের সমীকরণ পর্দায় দেখছে দর্শক। শটের বাইরেও তাঁদের বন্ধুত্ব জমেছে বেশ। জীতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। চিন্তাপ্রকাশ করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। জীতু শুটিংয়ে ফেরায় খুশি অভ্রজিৎ।
অভিনেতা বলেন, “একসঙ্গে কাজ করতে ভাল লাগে। দৃশ্য আরও মজবুত হয়। কিছু দিন আগে দিতিপ্রিয়া অসুস্থ হয়ে পড়েছিল। অস্ত্রোপচার হল। এখন জীতু অসুস্থ হয়ে পড়ল। একের পর এক যাচ্ছে। সবাই সুস্থ হয়ে একসঙ্গে কাজ করি, এটাই চাই। আজ ‘কল টাইম’ আছে জীতুর। আসবে নিশ্চয়ই। ও আবার শুটিংয়ে ফিরছে, ভাল লাগছে।” এই মুহূর্তে গল্পে আর্যর খোঁজ করছে কিঙ্কর। আবার অন্য দিকে অপর্ণাও খুঁজছে আর্যকে। গল্পের নতুন মোড়ের অপেক্ষায় দর্শক।