চিরঞ্জিৎ চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
দীর্ঘ সময় পর ছোট পরদায় আবার দেখা যাবে অভিনেতা চিরঞ্জিৎকে। কালার্স বাংলার ‘রেশম ঝাঁপি’-তে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অভিমন্যু চক্রবর্তীর চরিত্রটি করবেন তিনি। অভিমন্যুর মেয়ে ও জামাই নিখোঁজ হয়ে যায়। তার পর জানা যায়, তারা খুন হয়েছে। ইতিমধ্যে অভিমন্যু তার মেয়ের মতো আর একজনকে খুঁজে পায়। এটাই কি তাঁর প্রথম মেগা সিরিয়াল? ‘‘ছোট পরদায় অনেক কাজ করেছি। ‘মুশকিল আসান’-এ দুশো এপিসোড টানা করেছি। রিয়্যালিটি শো অনেকগুলো করেছি। ‘মেগা’ তকমা দিলে এটা প্রথম বলা যেতে পারে। তবে এখানে বেশি দিন থাকব না। বলতে পারেন কিছুটা টিআরপি বাড়ানোর জন্য আমার আগমন। লম্বা কাজ করছি অরিন্দম শীল পরিচালিত মেগায়। নামটা এখনই বলতে পারছি না। তবে বিষয়টা ইন্টারেস্টিং। ‘মনসা মঙ্গল কাব্য’কে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নিয়ে সিরিয়ালটি তৈরি করবেন অরিন্দম। আমি ছাড়াও আছে কৌশিক, অনির্বাণ, সোহিনী প্রমুখ। সকলেই ফিল্মের অভিনেতা অভিনেত্রী।’’
মেগাতে কাজ করার পাশাপাশি অনেকগুলো ছবিতেও কাজ করছেন তিনি। বড় পরদায় কাজের প্রসঙ্গে তিনি বললেন, ‘‘সামনেই মুক্তি পাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে পারমিতা মুন্সির পরিচালনায় ‘গুহামানব’। এই ছবিতে আছেন পল্লবী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র প্রমুখ। সম্ভবত জানুয়ারিতে মুক্তি পাবে অরিজিৎ বিশ্বাসের ‘পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে।’ এখানে মুখ্য ভূমিকায় অঞ্জন দত্ত ও আমি। এ ছাড়া আছেন মেঘনাদ ভট্টাচার্যও। এই ছবির বিষয়বস্তু একেবারে নতুন। কে সি পাল নামে এক ব্যক্তি শহরের বিভিন্ন দেওয়াল জুড়ে লিখে
বেড়ায় ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’! সেই চরিত্রও রয়েছে এই ছবিতে। এর পর অর্ণবের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’-এ জয়া আহসানের সঙ্গে অভিনয় করছি। শ্যুটিংও শেষ।
এর পরে আসি পরিচালক রঞ্জন ঘোষের ছবির প্রসঙ্গে। রঞ্জন চারটে গল্প নিয়ে একটি ছবি করছেন, নাম ‘রংবেরঙের কড়ি’। আমি আর অরুণিমা ঘোষ একটি গল্পে অভিনয় করছি। আমাদের গল্পটির নাম ‘এক সেকেন্ড’। শৌভিক গুহর ‘বুড়ো সাধু’-তেও অভিনয় করছি। আমিই বুড়ো সাধুর চরিত্রটি করছি। এ ছাড়া অঞ্জন দত্ত আমাকে আর বুম্বাকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) নিয়ে একটি ছবির পরিকল্পনা করছেন। ডিসেম্বরেই শ্যুটিং শুরু হবে। অয়ন চক্রবর্তীর একটি ছবি করছি...আরও কিছু ছবির কথা চলছে,’’ একনাগাড়ে কথা বলে থামলেন চিরঞ্জিৎ। তাঁর কাজের বিবরণ শুনে প্রশ্নটা করতেই হল, আপনি কি প্রচারবিমুখ? প্রশ্ন শুনে হেসে ফেললেন তিনি। ‘‘আমার কাছে এলে অনেক খবরই পাবেন কিন্তু আমি নিজে যেচে সংবাদমাধ্যমকে সে সব বলতে যাই না। আমার অভিনয়ের বিচার দর্শকই করবেন,’’ সহাস্য উত্তর চিরঞ্জিতের।