কী পরিকল্পনা করেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ছবি: সংগৃহীত।
বড়পর্দায় প্রথম বার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখল দর্শক। তার আগে একাধিক ধারাবাহিকে নায়ক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গৌরাঙ্গ হিসাবে দিব্যজ্যোতির অভিনয় নজর কেড়েছে দর্শকের। ডিসেম্বরের শেষে ছবি মুক্তি পেয়েছে। এখনও চলছে ছবির প্রচারপর্ব। এর পরে কী পরিকল্পনা রয়েছে দিব্যজ্যোতির?
শোনা গিয়েছিল, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু, সম্ভবত সেই ছবিতে অভিনয় করছেন না দিব্যজ্যোতি। অভিনেতা বললেন, “ধারাবাহিক, ওয়েব সিরিজ় এবং বড়পর্দা—তিনটি মাধ্যম থেকেই কাজের সুযোগ এসেছে। কিন্তু সকলের থেকেই আমি সময় চেয়ে নিয়েছি। কারণ, এই কাজটা আগে মন দিয়ে পুরোটা শেষ করতে চাই। তার পরে অন্য দিকে মন দিতে চাই।”
তা হলে কি আদৌ ছোটপর্দায় কাজ করবেন তিনি এখন? দিব্যজ্যোতি মন্তব্য, আগামিকাল কী হবে সেটাই নিশ্চিত করে বলা যায় না, সেখানে কোন কাজ করবেন, আর কোনটা একেবারেই করবেন না, সেটা তিনি এখনই বলতে পারবেন না। আপাতত শরীরচর্চা আর কড়া ডায়েটের মধ্যেই দিন কাটছে তাঁর। নতুন কাজ নিয়ে এখনও কোনও মিটিং হয়নি। তবে আশা করছেন শীঘ্রই নতুন কোনও খবর শোনাতে পারবেন।