Chirodini Tumi Je Amar Controversy

কেক-ফুলে উদ্‌যাপন পরে হবে! শুটিংয়ে ফিরলেন জীতু, এখন কেমন পরিবেশ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৬:২৯
Share:

জীতু শুটিংয়ে ফেরার পর কেমন পরিবেশ ধারাবাহিকের সেটের? ছবি: সংগৃহীত।

শুক্রবার সকাল থেকে ফের শুটিংয়ে ফিরলেন অভিনেতা জীতু কমল। অনুরাগীদের মুখে চওড়া হাসি। এই দিনটার অপেক্ষাতেই যেন ছিলেন ‘আর্য’-ভক্তরা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক বদল হচ্ছে না। গত দু’দিন নায়ককে ছাড়াই শুটিং হয়েছে। সূত্র মারফত শোনা গিয়েছিল, গোটা সেটের পরিবেশ ছিল থমথমে। শুক্রবার সকাল থেকে শুটিংয়ের কী অবস্থা?

Advertisement

অনেক দিন পরে সেটের পরিবেশ স্বাভাবিক। সকাল থেকে সুষ্ঠভাবেই হচ্ছে ধারাবাহিকের শুটিং। জীতু নির্দিষ্ট সময় স্টুডিয়োয় গিয়েছেন। অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বললেন, “সেটের সবাই, আমরা প্রত্যেকে খুশি। আশাবাদী আগামিদিনে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের।” জীতু সরে যাচ্ছেন, এ কথা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে উঠেছিল ঝড়। শোনা গিয়েছিল, চ্যানেল কর্তৃপক্ষও চাননি নায়ক বদল হোক। তাই অনেক আলোচনার পরেই সিদ্ধান্ত বদলেছেন জীতু।

সূত্র বলছে, জীতুর ফিরে আসার আনন্দ উদ্‌যাপন করতে অনুরাগীরা পরিকল্পনা করেছিলেন কেক এবং ফুল নিয়ে যাবেন স্টুডিয়োয়। সেখানে জমজমাট উদ্‌যাপন হবে। কিন্তু শোনা যাচ্ছে, এখন নায়ক কোনও উদ্‌যাপন করতে রাজি নন। অনেক দিন পরে শুটিংয়ে ফিরেছেন। তাই পুরোপুরি অভিনয়ে মন দিতে চান জীতু। ধারাবাহিকের জনপ্রিয়তা অটুট রাখাই তাঁর লক্ষ্য। জীতু বার বারই তাঁর লেখার মাধ্যমে বুঝিয়েছেন দর্শকই তাঁর কাছে ভগবান। তাই ভক্তদের নিরাশ করতে চান না তিনি। অভিনেতার মতে, আগামিদিনে নিশ্চয়ই উদ্‌যাপনের সুযোগ আসবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement