Entertainment News

পুজোয় নতুন রহস্য নিয়ে আসছে ব্যোমকেশ

‘ব্যোমকেশ’ যিশুকে শুভেচ্ছা জানিয়েছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও! লিখেছেন, ‘‘দেখা হবে ব্যোমকেশবাবু।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১৩:১৭
Share:

ব্যোমকেশের লুকে যিশু। —ফাইল চিত্র।

এ বার পুজোয় বড়ই ব্যস্ত ব্যোমকেশ। নতুন নতুন রহস্য সমাধান করতে হবে যে তাঁকে। আসলে ফের সত্যান্বেষণে ব্যোমকেশ আসছেন বড় পর্দায়। আর এ বার ফের সত্যান্বেষীর চরিত্রে যিশু সেনগুপ্ত।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অগ্নিবাণ’ ও ‘উপসংহার’ গল্প অবলম্বনে অঞ্জন দত্ত ব্যোমকেশের ছবি তৈরি করে ফেলেছেন। ছবির নাম ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’। মুক্তি পাবে এ বার পুজোয়৷ তারই ফার্স্ট লুক শেয়ার করেছেন যিশু৷ তবে অজিত বা সত্যবতীর চরিত্রে কাদের দেখা যাবে তা অবশ্য জানা যায়নি। ছবির প্রযোজক এস কে মুভিজ।

Advertisement

আরও পড়ুন, কৃষ্ণের সাজে ইনি এক অভিনেতা, চিনতে পারছেন?

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে বলিউডের সেরা ৫ দেশাত্মবোধক গান

Advertisement

আর সেই ফার্স্ট লুক দেখে ‘ব্যোমকেশ’ যিশুকে শুভেচ্ছা জানিয়েছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও! লিখেছেন ‘‘দেখা হবে ব্যোমকেশবাবু।’’ আসলে প্রসেনজিতেরও নতুন ‘কাকাবাবু’ সিরিজের ছবি মুক্তি পাচ্ছে পুজোতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement