Entertainment News

হঠাত্ কেন হাসপাতালে মাধবন, গুরুতর চোট?

কিন্তু এই ছবিতে হাসপাতালে শুয়ে রয়েছেন অভিনেতা! আর এই বেডে থাকা অবস্থাতেই মাধবনের হাসির ছবি মন কেড়েছে নেটিজেনদের। মাধবনের ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৩
Share:

হাসপাতালে ‘ম্যাডি’। ছবি: মাধবনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

‘ম্যাডি’র কাঁধে চোট লেগেছে। যেমনতেমন জখম নয়। শেষ পর্যন্ত কিনা অস্ত্রোপচারই করতে হল সেই কাঁধে।

Advertisement

ফিল্মে খুব একটা দেখা না গেলেও কাজ থেমে যায়নি। ইদানীং ওয়েব সিরিজ ‘ব্রিদ’ নিয়েই ব্যস্ত অভিনেতা মাধবন।

কিছু দিন আগে স্নান সেরে বেরিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেতা। সোমবার ফের তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়।

Advertisement

কিন্তু এই ছবিতে হাসপাতালে শুয়ে রয়েছেন অভিনেতা! আর এই বেডে থাকা অবস্থাতেই মাধবনের হাসির ছবি মন কেড়েছে নেটিজেনদের। মাধবনের ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে।

আসলে, নিজেকে ফিট রাখতে ভালবাসেন মাধবন। তাই নিত্যদিন জিমে যান। প্রথমে তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, জিমে গিয়েই নাকি চোট পেয়েছেন ‘ম্যাডি’। তবে পরে জানা গিয়েছে, ২০১৬-য় ‘শালা খড়ুস’ ছবির শুটিংয়ের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, যে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল মাধবনের কাঁধে। ওই ছবিতে এক জন বক্সিং কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবন।

আরও পড়ুন, গঙ্গাধরের মাথা ঠান্ডা করে কোথায় গায়েব হলেন গীতাজি?

আরও পড়ুন, তারকাদের বাড়িতেই শুটিং হয়েছিল এই ছবিগুলির

আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা জানা যায়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অস্ত্রোপচারের ফলে আপাতত আগামী পাঁচ মাস কোনও অ্যাকশন দৃশ্যে শুটিং করতে পারবেন না মাধবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement