Ranbir Kapoor

‘তিনি কাঁদছিলেন’, নাতালি পোর্টম্যান মন ভাঙেন রণবীরের! বলিউডের ‘ক্যাসানোভা’কে কী বলেছিলেন বিদেশিনি?

বহু নারীর হৃদয় ভেঙেছেন তিনি। কিন্তু তাঁর মনও নাকি ভেঙেছেন এক বিদেশিনি। সেই বিদেশিনি হলেন হলিউডের অভিনেত্রী নাতালি পোর্টম্যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০
Share:

নাতালি পোর্টম্যানকে কাঁদতে দেখেন রণবীর? ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের ‘ক্যাসানোভা’। বহু নারীর হৃদয় ভেঙেছেন তিনি। কিন্তু তাঁর মনও নাকি ভেঙেছেন এক বিদেশিনি। সেই বিদেশিনি হলেন হলিউডের অভিনেত্রী নাতালি পোর্টম্যান।

Advertisement

কপিল শর্মার অনুষ্ঠানে এসে এক বার বিষয়টি নিজেই জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, কী ভাবে নাতালি তাঁকে এড়িয়ে চলে গিয়েছিলেন। ভারতে রণবীরকে দেখলে তাঁর পাশে মানুষের ভিড় জমে যায়। কিন্তু নিউ ইয়র্কের রাস্তায় ঘটেছিল উল্টো ঘটনা।

নিউ ইয়র্কের রাস্তায় চিত্রপরিচালক কোয়েন্টিন টারান্টিনো ও অভিনেত্রী নাতালিকে দেখে তাঁদের পিছু নিয়েছিলেন রণবীর। উদ্দেশ্য ছিল ওঁদের সঙ্গে একটি ছবি তোলার। রণবীর বলেছেন, “আমি নিউ ইয়র্কের রাস্তায় দৌড়োচ্ছিলাম। শৌচালয়ে যাওয়ার প্রয়োজন ছিল। হঠাৎ দেখি, আমার সামনে দিয়ে নাতালি পোর্টম্যান হেঁটে যাচ্ছেন। তিনি ফোনে কথা বলছিলেন। আমি সঙ্গে সঙ্গে ওঁর পিছনে দৌড়োতে থাকি। বলতে থাকি, ‘একটা ছবি, একটা ছবি’। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি, তিনি ফোনে কান্নাকাটি করছিলেন।”

Advertisement

সেই সময়ে রণবীরের দিকে তাকিয়ে নাতালি বলেছিলেন, “দূর হও।” এই বলে সটান এগিয়ে গিয়েছিলেন তিনি। রণবীরের কথায়, “আমার মন ভেঙে গিয়েছিল সেই দিন। কিন্তু তার মানে এই নয়, ওঁকে নিয়ে আমার মুগ্ধতা কমে গিয়েছে। আজও ওঁকে দেখলে একই ভাবে ছবি তুলতে ছুটব।”

প্রায় একই রকমের অভিজ্ঞতা হয়েছিল ‘পাল্প ফিকশন’-এর পরিচালক টারান্টিনোর সঙ্গেও। পরিচালককে দেখে ছুটে গিয়েছিলেন অভিনেতা। ডাকে সাড়াও দিয়েছিলেন তিনি। কিন্তু ছবি না তুলে গাড়িতে উঠে তিনি চলে যান। রণবীর জানান, তাঁর সঙ্গে নাকি এমন ঘটনা ঘটেই থাকে।

উল্লেখ্য, ‘ব্ল্যাক সোয়ান’, ‘নো স্ট্রিং অ্যাটাচ্‌ড’, ‘ক্লোজ়ার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন নাতালি পোর্টম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement