Susmita-Saheb

‘এ বার একটু রান্নাবান্না শিখতে বলব ওকে’, সুস্মিতার জন্মদিনে কোন পরিকল্পনার কথা জানালেন সাহেব?

২৭ জানুয়ারি থেকেই জন্মদিনের উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে সুস্মিতার। ২৮ জানুয়ারি জন্মদিনে তাঁর জন্য কী পরিকল্পনা করেছেন সাহেব?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:২২
Share:

সুস্মিতার জন্মদিনে কী পরিকল্পনা সাহেবের? ছবি: সংগৃহীত।

২৮ জানুয়ারি অভিনেত্রী সুস্মিতা দে-র জন্মদিন। মধ্যরাত থেকেই তাঁর জন্মদিনের উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন অভিনেত্রী। এই বিশেষ দিনে বন্ধু সাহেব ভট্টাচার্যের থেকে কী উপহার পেলেন নায়িকা? অভিনেতা কি বিশেষ কোনও পরিকল্পনা করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম-কে সাহেব জানালেন, সে ভাবে এখনও কিছু পরিকল্পনা করেননি। তবে মঙ্গলবার সন্ধ্যাটা বেশ অন্যরকম কাটিয়েছেন তাঁরা। সাহেব বললেন, “অনুরাগীরা এসেছিলেন। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে আমরা অনেকের ভালবাসা পেয়েছি। এ ছাড়াও কিছু বন্ধুরা ছিলাম। একসঙ্গে কেক কাটা হয়েছে। খাওয়াদাওয়া হয়েছে। সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা।”

অভিনেতা জানিয়েছেন, সুস্মিতার অভিনয়যাত্রা যে ভাবে শুরু হয়েছে সেই পথ যেন আরও প্রশস্ত হয়। সাহেব যোগ করেন, “আমাকে এখনও খাওয়ানোর কথাই বলল না। তাই উপহারের কথা ভাবিনি।” সবটাই মজার ছলে বলছিলেন অভিনেতা। বুধবারেও জন্মদিন উদ্‌যাপনের বিশেষ পরিকল্পনা রয়েছে। সাহেব বলেন, “এই জন্মদিনে সুস্মিতাকে বলতে চাই, এ বার একটু রান্নাবান্না শেখা উচিত। কত দিন আর অন্যদের রান্না খেয়ে যাবে?” ধারাবাহিকে অভিনয়ের পরে একসঙ্গে মঞ্চেও অভিনয় করেছেন তাঁরা। সাহেব এখনও নতুন কিছু সে ভাবে শুরু করেননি। তবে সুস্মিতাকে আগামী দিনে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement