Subhrajit Datta

‘রক্তের সম্পর্কই সব নয়’, ধারাবাহিকের সেট থেকে মানালি কী ভাবে শুভ্রজিতের নিজের বোন হলেন?

অভিনেতা শুভ্রজিৎ দত্ত এবং মানালি দে, দু’জনেই জনপ্রিয় মুখ। কর্মসূত্রেই তাঁদের আলাপ। কিন্তু রোল-ক্যামেরা, অ্যাকশনের গণ্ডি পেরিয়ে কী ভাবে তাঁরা ভাই-বোন হয়ে গেলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
Share:

এই বছর ভাইফোঁটায় কী পরিকল্পনা শুভ্রজিৎ এবং মানালির? ছবি: সংগৃহীত।

রক্তের সম্পর্কই যে সব নয়, নিজের অভিজ্ঞতা দিয়ে সেটা বেশ বুঝেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। প্রতি বছর ভাইফোঁটা এলে আরও বেশি করে এ কথা মনে হয় তাঁর। অভিনেত্রী মানালি দে তাঁর নিজের বোন নন। কিন্তু সময়ের সঙ্গে এক অন্যরকম বন্ধন তৈরি হয়েছে তাঁদের।

Advertisement

‘বউ কথা কও’ ধারাবাহিকের সময় থেকে মানালির সঙ্গে আলাপ। শুভ্রজিৎ বলেন, “সব সম্পর্ক ওই ভাবে বাঁধা যায় না। মানালি যে কী ভাবে বোন হয়ে গেল, বলা মুশকিল। আমি অধিকাংশ সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। জানি, বোন আছে তো।” এমন একটা বছরও হয়নি যে তাঁরা ভাইফোঁটা মিস্‌ করেছেন। শুভ্রজিৎ যোগ করেন, “গাড়িতে বসেও ফোঁটা নিয়েছি। এক বার তো সপরিবারে বেড়াতে গিয়েছিলাম, ফোঁটার আগের দিন আমি একা ফ্লাইট ধরে চলে এসেছিলাম।”

যৌথ পরিবারে বড় হয়েছেন শুভ্রজিৎ। কাকার মেয়েরাও আছে। অভিনেতা বলেন, “বাড়ির বোনেদের থেকে ফোঁটা পেয়েছি, এমন খুব একটা মনে পড়ছে না। কিন্তু মানালি কোনও বছর মিস্‌ করেনি। ও খুব বুদ্ধিমতী মেয়ে। আমাকে অনেক ক্ষেত্রে গাইড করে। আমি তো শুটিং ফ্লোরে গিয়েও ফোঁটা নিয়েছি।” এই বছরও একই ভাবে ভাইফোঁটা পালন করবেন শুভ্রজিৎ এবং মানালি। কী উপহার দেবেন আদরের বোনকে? শুভ্রজিৎ বলেন, “নিজের বোন তো। অত পরিকল্পনা করি না।” তবে বোনের থেকে অনেক প্রয়োজনীয় জিনিস উপহার পেয়েছেন বলে জানিয়েছেন শুভ্রজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement