Bengali Television

অপরাজিতার বিপরীতে সুদীপ, ধারাবাহিকে ফিরছেন লাভলি, সাবিত্রী! সিলমোহর দিলেন লীনা

লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই তারকাখচিত। আগামী ধারাবাহিকটিও তার ব্যতিক্রম নয়। একঝাঁক তারকা অভিনেতার পাশাপাশি নতুন জুটি সুদীপ-অপরাজিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
Share:

ছোট পর্দার নতুন জুটি সুদীপ মুখোপাধ্যায়-অপরাজিতা ঘোষ দাস। ছবি: ফেসবুক।

সমস্ত জল্পনা শেষ পর্যন্ত সত্যি হচ্ছে। লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকে নায়ক-নায়িকা সুদীপ মুখোপাধ্যায়-অপরাজিতা ঘোষ দাস। আনন্দবাজার অনলাইনকে এ খবর জানিয়েছেন কাহিনি এবং চিত্রনাট্যকার স্বয়ং। সুদীপ এই মুহূর্তে রয়েছেন ঘাটশিলায়, ভারতীয় ইংরেজি ছবির শুটিংয়ে ব্যস্ত। তাঁর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, “দিন তিনেকের মধ্যে ছবিতে আমার অংশের শুটিং শেষ হয়ে যাবে। কলকাতায় ফিরে লীনাদির সঙ্গে কথা বলব। তার পর কথাবার্তা হবে।”

Advertisement

লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই সম্পর্কের নানা স্তর, নানা রং। তালিকায় ‘কুসুম দোলা’, ‘একদিন প্রতিদিন’, ‘মোহর’, ‘দেশের মাটি’, ‘শ্রীময়ী’ এবং আরও। এ বারেও যে তিনি একই পথে হাঁটবেন সে কথাও স্পষ্ট করেছেন। বলেছেন, “এ বারের গল্প অসম প্রেম নিয়ে। অপরাজিতার সঙ্গে বাস্তবেও সুদীপের বয়সের অনেকটাই ব্যবধান। পর্দাতেও সেটাই দেখা যাবে।” তা হলে কি ছোট পর্দায় ‘বিকেলে ভোরের ফুল’ আসছে? জবাবে মৃদু হেসে তাঁর দাবি, “বিকেলে ভোরের ফুল না ‘সকালের শিউলি’ তা বলতে পারব না। তবে অন্য রকম কিছুই দেখতে চলেছেন দর্শক।” কিন্তু ছোট পর্দার দর্শক যে অপরাজিতার বিপরীতে ঋষি কৌশিককেই শুধু বোঝেন! লীনার যুক্তি, “জানি, কিন্তু কিচ্ছু করার নেই। ঋষি অন্য প্রযোজনা সংস্থার হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকে যথেষ্ট জোরালো চরিত্র ওঁর। ঋষিকে এখন পাওয়া যাবে না।”

চমকের কিন্তু এখানেই শেষ নয়। লীনার আগামী ধারাবাহিকে দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরছেন বিধায়ক-অভিনেত্রী লাভলি মৈত্র। দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। আর কারা থাকছেন? লীনা জানিয়েছেন, অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন থাকছেন। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে ২০-২১ ডিসেম্বর থেকে। তবে ধারাবাহিকের নাম এখনই প্রকাশ করতে রাজি নন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement