Jaat 2 Announcement

‘জাট ২’ আরও ভয়ানক, ক্রুশ বিতর্কের আঁচ এখনও তপ্ত, তার মধ্যেই সিক্যুয়েলের ঘোষণা সানির

অভিনেতা জানিয়েছেন, দর্শক তাঁর অভিনয় এখনও পছন্দ করছেন। ‘জাট’-এর প্রশংসা করছেন। তাতেই তিনি খুশি। ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:৪৯
Share:

সানি দেওল অভিনীত ‘জাট’ প্রশংসিত। ছবি: সংগৃহীত।

পিছনে আকাশছোঁয়া পাহাড়ের চূড়া। আশপাশে সবুজ বনানী। শান্ত, নিরিবিলি চারপাশ। এমন পরিবেশে ভিডিয়োবার্তায় ‘জাট ২’-এর ঘোষণা করলেন সানি দেওল! মাথায় উলের টুপি, গায়ের গরম পোশাক বলে দিচ্ছে, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। বার্তায় জানালেন, ‘জাট’ ছবির সিক্যুয়েল আরও ভয়ঙ্কর হতে চলেছে। দর্শকের সেই ছবি আরও ভাল লাগবে। উল্লেখ্য, ‘জাট’-এর একটি দৃশ্য খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, গুড ফ্রাইডের দিন এমনই দাবি ওই ধর্ম সম্প্রদায়ের।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, গির্জার ভিতরে ক্রুশের নীচে দাঁড়িয়ে ছবির অন্যতম অভিনেতা রণদীপ হুডাকে নাকি অপমানজনক আচরণ করতে দেখা গিয়েছে, যা সহজ ভাবে মেনে নিতে পারছেন না খ্রিস্টানেরা। তাঁদের দাবি, এই দৃশ্য তাঁদের ধর্মীয় স্থানকে কলুষিত করেছে। ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানানোর পাশাপাশি আইনি পদক্ষেপ করার হুমকিও দেন তাঁরা। সম্প্রদায়ের পক্ষ থেকে জলন্ধর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। ওই দিনই সন্ধ্যায় প্রযোজনা সংস্থার তরফ থেকে লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়। তবু চর্চা চলছেই।

এমন উত্তপ্ত পরিবেশে পরিকল্পিত ভাবেই কি ছবির সিক্যুয়েলের ঘোষণা হল? প্রশ্ন বলিউডে। দাবি, সম্ভবত লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ি মারার কাজটি করানো হল সানিকে দিয়ে।

Advertisement

এই গুঞ্জনের সদুত্তর অবশ্য মেলেনি। তবে সানিকে বলতে শোনা গিয়েছে, “এ রকম পরিবেশ আমার খুব প্রিয়। সময় পেলেই সবুজের মধ্যে নিজেকে ছড়িয়ে দিই। এতে মন ভাল হয়ে যায়।” অভিনেতা সেই সঙ্গে জানিয়েছেন, দর্শক তাঁর অভিনয় এখনও পছন্দ করছেন। ‘জাট’-এর প্রশংসা করছেন। তাতেই তিনি খুশি। তাই ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে। পাশাপাশি, পরের ছবির আগাম প্রচারও সেরেছেন। বলেছেন, “কয়েক দিন পরেই ‘বর্ডার’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব। আপনারা আশীর্বাদ করুন। সঙ্গে থাকুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement