Entertainment News

জানেন কার বায়োপিক করতে চান টাইগার?

টাইগার জানিয়েছেন, ফুটবলের প্রতি তাঁর অসম্ভব টান। ছোটবেলায় তিনি ফুটবলার হতে চাইতেন। কিন্তু ভাগ্য তাঁকে অন্য পথে নিয়ে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৩
Share:

টাইগার শ্রফ। ছবি: টাইগারের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

টিন এজারদের হার্টথ্রব। আপাতত হলিউড অভিনেতা স্ট্যালোনের ‘র‌্যাম্বো’র রিমেক নিয়ে ব্যস্ত অভিনেতা। পাইপলাইনে রয়েছে তাঁর ‘বাঘি’ ছবির দ্বিতীয় পার্টও। সম্প্রতি ‘ফুটসল সিজন টু’-এর উদ্বোধনে গিয়েছিলেন জ্যাকি-পুত্র টাইগার। সেখানে গিয়ে নিজের স্বপ্নের চরিত্র নিয়ে কথা বলেছেন অভিনেতা।

Advertisement

বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। কারও বায়োপিকে অভিনয় করার ইচ্ছে রয়েছে নাকি টাইগারের?

আরও পড়ুন, বিয়ের প্রস্তাব পেয়ে ‘ফ্যান’কে কী জবাব দিলেন সুশান্ত সিংহ?

Advertisement

আরও পড়ুন, আমিরের শুটিং ফ্লোরে ইনি কে?

সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে টাইগার মনের কথা বলেছেন। ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, নিজের প্রিয় ফুটবলার পর্তুগালের রোনাল্ডোর জীবনীতেই অভিনয় করতে চান তিনি। টাইগার বলেছেন, ‘‘ফুটবলারদের জীবন নিয়ে খুব কম ছবি তৈরি হয়েছে।... আমার ব্যক্তিগত পছন্দ রোনাল্ডো। কোনও দিন সুযোগ পেলে তাঁর জীবনীতেই নিজের স্কিল দেখাতে চাই...।’’

পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি।

টাইগার জানিয়েছেন, ফুটবলের প্রতি তাঁর অসম্ভব টান। ছোটবেলায় তিনি ফুটবলার হতে চাইতেন। কিন্তু ভাগ্য তাঁকে অন্য পথে নিয়ে এসেছে।

টাইগারের এমন মন্তব্যে আবার অনেকেই রহস্যের গন্ধ পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে নাকি গুঞ্জন, তবে কি এ বার রোনাল্ডোর বায়োপিক তৈরি হবে বলিউডে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement