Mahakumbha 2025

সম্পর্কের কথা স্বীকার রশ্মিকারও, বিয়ের পিঁড়িতে বসার আগে তাই মহাকুম্ভে দেবেরাকোন্ডা?

মুম্বই থেকে চেন্নাই— বিনোদন দুনিয়ার তারকারা সুযোগ পেলেই পৌঁছে যাচ্ছেন মহাকুম্ভে। এ বার গেলেন বিজয় দেবেরাকোন্ডা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০
Share:

মাধবী দেবেরাকোন্ডাকে নিয়ে মহাকুম্ভে বিজয় দেবেরাকোন্ডা। ছবি: এক্স।

পায়ে গুরুতর চোট। এখনও পা ফেলতে পারছেন না নায়িকা। হাঁটছেন কোনও মতে। তাই নিয়েই আগামী ছবি ‘ছাবা’র প্রচারে ব্যস্ত রশ্মিকা মন্দানা। অনুরাগীরা ভেবেছিলেন, বিজয় দেবেরাকোন্ডা হয়তো এই সময় তাঁর প্রেমিকার পাশে থাকবেন। তা না ঘটায় রীতিমতো চটেছেন অনেকেই। সমাজমাধ্যমে অনুযোগও জানিয়েছেন, কেন রশ্মিকার পাশে নেই তাঁর প্রেমিক? যেখানে নায়িকাও সম্প্রতি স্বীকার করেছেন, প্রেম আছে তাঁদের!

Advertisement

এর পরেই মহাকুম্ভে মাকে নিয়ে দেবেরাকোন্ডা। যা দেখে বিনোদন দুনিয়া অন্য আভাস পাচ্ছে। মিঞা-বিবি দু’জনেই সম্পর্কের কথা স্বীকার করেছেন। রশ্মিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস ছবিশিকারিদের কল্যাণে। তখন থেকেই গুঞ্জন, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাক্‌পর্ব! সংসার জীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, তার জন্যই গঙ্গাস্নান সারলেন অভিনেতা। সঙ্গী মা মাধবী দেবেরাকোন্ডা।

দিন কয়েক আগেই মাকে নিয়ে বিজয়কে দেখা গিয়েছিল হায়দরাবাদ বিমানবন্দরে। সাদা পোশাকে ঝকঝকে দেখাচ্ছিল তাঁকে। মাধবী পরেছিলেন গোলাপিরঙা কুর্তি, প্যান্ট। তবে গঙ্গাস্নানের সময় দু’জনেই গেরুয়া বস্ত্র পরেছিলেন। নায়কের গলায় রুদ্রাক্ষের মালা। জোড়হাতে সূর্যপ্রণাম করতে দেখা যায় তাঁদের। স্নান সেরে সাদা উত্তরীয় দিয়ে উর্ধাঙ্গ ঢেকে মাকে নিয়ে মন্দিরে যান পুজো দিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement