Arrested

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার অভিনেতা

বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার করা হল তেলুগু অভিনেতা চলপতি রাওকে। হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, সরুরনগর থানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১৩:০২
Share:

তেলুগু অভিনেতা চলপতি রাও। ছবি: সংগৃহীত।

বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার করা হল তেলুগু অভিনেতা চলপতি রাওকে। হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, সরুরনগর থানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

গত রবিবার একটি অনুষ্ঠানে নিজের পরবর্তী ছবি ‘রারানডোয়ি ভেদুকা চওধাম’-এর প্রচারে এসেছিলেন চলপতি। জানা গিয়েছে, এ ছবিতে তাঁর একটি সংলাপ রয়েছে, ‘মেয়েরা মনের শান্তি নষ্ট করে।’ এই সংলাপ সম্পর্কে অভিনেতার ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হলে তিনি জানান, মহিলারা শুধু যৌনতার জন্যই আদর্শ। তাঁর এ হেন মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায় বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।

আরও পড়ুন...
মহিলাদের প্রয়োজন শুধুমাত্র যৌনতার জন্য, বিতর্কিত মন্তব্য দক্ষিণী অভিনেতার

Advertisement

যে ছবির প্রচারে এসে এই মন্তব্য করেন চলপতি, সেই ছবিটির প্রযোজক বিখ্যাত দক্ষিণী অভিনেতা নাগার্জুন। ছবিতে নয়কের ভূমিকায় রয়েছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। চলপতি রাওয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাগার্জুন টুইট করে বলেন, ‘‘আমি বরাবরই মহিলাদের সম্মান করি। আমি চলপতি রাওয়ের এই অবমাননাকর মন্তব্যের সঙ্গে কখনওই একমত নই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement