Anamika Saha

আমার বাড়ির লাল সোফাতে অনেক বিশেষ মুহূর্তে কাটিয়েছেন প্রসেনজিৎ, দেবশ্রী: অনামিকা

টলিপাড়ার দুঁদে খলনায়িকা অভিনেত্রী অনামিকা সাহা। বহু বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন। এত বছরে নানা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২০:০০
Share:

প্রসেনজিৎ-দেবশ্রীর প্রেমের সাক্ষী অনামিকা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় ৪০ বছরের অভিনয় জীবন তাঁর। ইন্ডাস্ট্রির অনেক অদল-বদল দেখেছেন তিনি। বহু তারকা জুটির ভাঙা-গড়া দেখেছেন তিনি। টলিপাড়ার দুঁদে খলনায়িকা অভিনেত্রী অনামিকা সাহা। চুলে পাক ধরেছে। অনেক ধরনের পরিস্থিতি নিজের চোখে দেখেছেন তিনি। এই মুহূর্তে তিনি ‘তেতুঁল পাতা’ ধারাবাহিকের ঠাম্মি। ছোট পর্দার পাশাপাশি, বড় পর্দায়ও চুটিয়ে অভিনয় করছেন। এত বছর পর যদি ফিরে দেখেন কোন জুটির কথা মনে পড়ে অনামিকার?

Advertisement

আনন্দবাজার ডট কমের তরফে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে সেই স্মৃতিই ভাগ করে নিলেন অভিনেত্রী। দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির বৌমা অনামিকা। শ্বশুর-শাশুড়ি, ভাসুর, দেওর—নিয়ে গোছানো সংসার ছিল তাঁর। অভিনেত্রীর সেই বাড়িতেই অনেক নায়ক, নায়িকার আনাগোনা লেগে থাকত। এমন অনেক নায়ক নায়িকার প্রেমের সাক্ষী থেকেছেন পর্দার ‘বিন্দুমাসি’।

একবাক্যে স্বীকার করে নিলেন অনামিকাও। অভিনেত্রী বললেন, “আমার বাড়িতে এই যে লাল সোফা রয়েছে, সেখানে বুম্বা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর দেবশ্রী (রায়) এসে কত গল্প করেছেন।” পুরনো দিনের স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী। অনামিকা বলেন, “দেবশ্রীর দাদা যখন মারা যায়, কী কান্না! গাড়ি করে ওকে আমার বাড়িতে নিয়ে এলাম। তার পর আলাদা এল বুম্বা। এখানে বসেই কত বোঝালো দেবশ্রীকে। তার পর গাড়ি করে নিয়ে চলে গেল।”

Advertisement

অনামিকার বাড়িতে সে সময় অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন প্রসেনজিৎ, দেবশ্রী। সে সময় অভিনেত্রীর মেয়ে অনেক ছোট। অনামিকা বলেন, “ওরা গল্প করত। আমার মেয়ে মাঝে মাঝেই চলে আসত ওদের সঙ্গে কথা বলবে বলে। ভাল সময় কাটিয়েছি আমরা।” যদিও নায়ক-নায়িকার সম্পর্ক টেকেনি। তা নিয়ে আক্ষেপও করেছেন অনামিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement