Sunjay Kapur Death

‘সবটাই লোক দেখানো!’,সঞ্জয়ের অন্ত্যেষ্টি শেষ হতেই মুখে হাসি করিশ্মার! ছবি ঘিরে চর্চা তুঙ্গে

লন্ডনে পোলো খেলতে গিয়ে আচমকাই মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কপূরের। করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিপুল আলোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৯:০৮
Share:

সঞ্জয়ের শেষকৃত্য সেরে ফ্রেমবন্দি করিশ্মা কপূর। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে শিল্পপতি সঞ্জয় কপূরের। ছেলেমেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বই উড়ে গিয়েছিলেন করিশ্মা কপূর। সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের জন্য তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। মৃত্যুর প্রায় সাত দিনের মাথায় অন্ত্যেষ্টি সম্পন্ন হয় সঞ্জয়ের। শোনা গিয়েছিল, আগামী কয়েকটা দিন দিল্লিতেই থাকবেন অভিনেত্রী। কিন্তু তা হচ্ছে না। শুক্রবারই মুম্বই ফিরে এসেছেন করিশ্মা। বিমানবন্দরের অন্দরে তাঁর ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সাদা সালোয়ারে অভিনেত্রী। চোখে রোদচশমা। তবে তিনি একা ছিলেন না। সঙ্গে ছিলেন সইফ আলি খান-সহ পরিবারের ঘনিষ্ঠেরা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক মন্তব্য।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের সিঁড়ি দিয়ে উঠছেন করিশ্মা। মুখে লেগে হালকা হাসি। যা দেখে হইহই করে উঠেছে অনুরাগীরা। অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “সম্পত্তির ভাগ নেবেন বলে এসেছিলেন!” আবার কেউ লিখেছেন, “শেষকৃত্য থেকে ফেরার সময় মুখে এত হাসি আসছে কী করে!” আবার এক জন লিখেছেন, “সাদা পোশাক কি আলাদা শিল্পীকে দিয়ে তৈরি করিয়েছেন!” কারও মন্তব্য, “লোক দেখাতেই কি গিয়েছিলেন ওখানে!” যদিও অনেকে আবার এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন। তবে বৃহস্পতিবার সঞ্জয়ের মরদেহর সামনে কান্নায় ভেঙে পড়েছিল ছেলে কিয়ান। মা-মাসির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে কিয়ান। এই পরিস্থিতিতে দু’হাত দিয়ে বোনপোকে আগলাচ্ছিলেন করিনা। মেয়ে সামাইরা শক্ত থাকলেও ছেলেকে সামলানো কঠিন হয়েছিল। অভিনেত্রীর সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। যদিও দুই ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement