কী জবাব দিলেন মধুবনী? ছবি: সংগৃহীত।
পরনে খয়েরি সালোয়ার। পোশাকের আড়ালে স্পষ্ট স্ফীতোদর। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী মধুবনী গোস্বামী। আর হাসিমুখে তাঁর স্ফীতোদরের পাশে বসে স্বামী রাজা গোস্বামী। বৃহস্পতিবার রাতে তারকা দম্পতির এমনই এক পোস্ট ঘিরে তোলপাড়। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। কিন্তু আমাদের অবাক করে দেওয়ার জন্য জীবনের নানা রকমের মজার রাস্তা থাকে।”
অনেকেই ধরে নিয়েছিলেন যে দ্বিতীয় বার মা হতে চলেছিলেন অভিনেত্রী। কিন্তু বৃহস্পতিবার সকালে সব ধোঁয়াশা কাটিয়ে অভিনেত্রী বলেছেন, নতুন একটি ব্যবসা শুরু করেছেন তাঁরা। এ বার থেকে তাঁদের ব্র্যান্ডের ব্যাগও কিনতে পারবেন সবাই। তাঁদের নতুন ব্যবসার নাম ‘রাজা মধুবনী কালেকশনস’। পুরোটাই রাজার মস্তিষ্কপ্রসূত। এমনই জানিয়েছেন অভিনেত্রী। এক দিকে স্যাঁলোর ব্যবসা, সেই সঙ্গে কনটেন্ট তৈরি, রয়েছে অভিনয় সেই তালিকায় জুড়ল নতুন ব্যবসা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। কিন্তু আবার তাঁদের প্রচারের ধরন নিয়ে খুবই বিরক্ত। তাঁদের ক্ষোভ, ‘এমন অন্তঃসত্ত্বা অবস্থার ছবি কেউ এই ভাবে ব্যবহার করে?’
‘সস্তার প্রচার’ বলে অনেকেই মন্তব্য করেছেন মধুবনীর পোস্টে। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আমার ছবি , আমার ফোন আমি যে ভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। আর যাঁরা বলছেন আমি সস্তায় প্রচার সারছি তাঁরা কি আদৌ আমার লেখা মন দিয়ে পড়েছেন?” ব্যবসা করতে হলে তার প্রচার কৌশল জানা খুবই জরুরি। যা সবার দ্বারা সম্ভব নয়। মধুবনী বললেন, “এটা আমার মার্কেটিং কৌশল। যাঁরা সমালোচনা করছেন আমার মনে হয় তাঁদের হিংসা হচ্ছে। আমার মতো এ ভাবে ব্যবসা চালাতে তাঁরা হয়তো পারছেন না তাই হিংসা থেকে নেতিবাচক মন্তব্য করছেন।” অভিনেত্রী খুশি তাঁর নতুন ব্যাগের ব্যবসায় ইতিমধ্যেই অনেক বিক্রি হওয়া শুরু হয়েছে।