Entertainment News

দুই ‘ছেলে’কে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!

দিওয়ালি আসছে। আর কয়েক দিন পরেই আলোর উত্সবে মেতে উঠবে গোটা দেশ। আনন্দ তো থাকবেই। তার মধ্যেই খুব জরুরি একটি বার্তা দিলেন মিমি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১২:৪৩
Share:

মিমি চক্রবর্তী। ছবি: টুইটারের সৌজন্যে।

ঠিকই পড়ছেন। দুই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর দুই ‘ছেলে’ অর্থাত্ তাঁর দুই পোষ্য। পোষ্যরা মিমির কাছে সন্তান তুল্য। সঙ্গে দিলেন স্পেশাল একটি মেসেজও।

Advertisement

আরও পড়ুন, ‘কিশোর কুমার একজনই, আর জন্মাবেন না’

আরও পড়ুন গায়িকা পরমা দাশগুপ্তর বেস্ট ফ্রেন্ডের নাম জানলে অবাক হবেন

Advertisement

দিওয়ালি আসছে। আর কয়েক দিন পরেই আলোর উত্সবে মেতে উঠবে গোটা দেশ। আনন্দ তো থাকবেই। তার মধ্যেই খুব জরুরি একটি বার্তা দিলেন মিমি। তিনি ‘সাউন্ড ফ্রি দিওয়ালি’ এবং ‘অ্যানিম্যাল ফ্রেন্ডলি দিওয়ালি’র ডাক দিলেন। তাঁর কথায় ‘‘গত বছর আমি এই ক্যাম্পেন করেছিলাম। তোমরা সবাই খুব সাপোর্ট করেছিলে আমাকে। এ বার অ্যানিমাল লাভার্সদের সকলকে বলছি তোমরা আমাকে ভিডিও পাঠাও। বেস্ট পাঁচটা ভিডিও আমি পোস্ট করব।’’ আরও পড়ুন গায়িকা পরমা দাশগুপ্তর বেস্ট ফ্রেন্ডের নাম জানলে অবাক হবেন

আরও পড়ুন গায়িকা পরমা দাশগুপ্তর বেস্ট ফ্রেন্ডের নাম জানলে অবাক হবেন

দিওয়ালি আসছে। আর কয়েক দিন পরেই আলোর উত্সবে মেতে উঠবে গোটা দেশ। আনন্দ তো থাকবেই। তার মধ্যেই খুব জরুরি একটি বার্তা দিলেন মিমি। তিনি ‘সাউন্ড ফ্রি দিওয়ালি’ এবং ‘অ্যানিম্যাল ফ্রেন্ডলি দিওয়ালি’র ডাক দিলেন। তাঁর কথায় ‘‘গত বছর আমি এই ক্যাম্পেন করেছিলাম। তোমরা সবাই খুব সাপোর্ট করেছিলে আমাকে। এ বার অ্যানিমাল লাভার্সদের সকলকে বলছি তোমরা আমাকে ভিডিও পাঠাও। বেস্ট পাঁচটা ভিডিও আমি পোস্ট করব।’’

প্রত্যেকবারই একই আবেদন করেন মিমি। যাঁদের পোষ্য রয়েছে এবং যাঁদের পোষ্য নেই অথচ এদের প্রতি ভালবাসা রয়েছে অফুরান সকলের কাছেই এই আবেদন জানিয়েছেন মিমি। এ বার দেখার কতটা সাড়া পান নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement