Entertainment News

‘লভ ডে’... কার কথা মনে পড়ল মোনালিসার?

মোনালিসাকে নিশ্চয়ই মনে আছে? ঠিক ধরেছেন। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনে ‘ঝুমা’ বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৫
Share:

মোনালিসা। ছবি: মোনালিসার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

রবিবার। ছুটির দিন। কিছুটা আলসেমিরও। এমন দিনেই পুরনো বন্ধুর কথা মনে পড়ল অভিনেত্রী মোনালিসার।

Advertisement

মোনালিসাকে নিশ্চয়ই মনে আছে? ঠিক ধরেছেন। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনে ‘ঝুমা’ বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয়ও হয়েছিলেন। সেই মোনালিসা এক বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, ‘লভ ডে...’। কে এই বন্ধু?

বন্ধু অর্থাত্ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউডে কয়েকটি ছবিতে অভিনয় করার পর পূজা মুম্বইতে চলে যান। সেখানে টেলিভিশনে পর পর কাজ করেন তিনি। দীর্ঘ দিন পর ফের বাংলায় ফিরছেন পূজা। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’। এই ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

Advertisement

আরও পড়ুন, ইনি এক টলিউড নায়িকার মেয়ে, চেনেন এঁকে?

মোনালিসার ভাল বন্ধু পূজা। নিজেদের পুরনো একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশনে সানডে ফানডে, সানডে মোটিভেশন, লভ ডে, থ্রো ব্যাক লিখেছেন মোনালিসা।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement