টুবান চক্রবর্তীর হাতে নয়না গঙ্গোপাধ্যায় শারীরিক হেনস্থার শিকার? ছবি: সংগৃহীত।
তিন বছর সম্পর্কে ছিলেন তাঁরা। তিন বছর ধরে নিত্যপরিকল্পক প্রেমিক টুবান চক্রবর্তী শারীরিক নির্যাতন করেছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের উপরে। এই অভিযোগ খোদ অভিনেত্রীর। মঙ্গলবার তিনি নিজে আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “তাঁর অভিযোগের ভিত্তিতে পাটুলি মহিলা থানা এ দিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আলিপুর আদালতে এ দিন পেশ করা হয় তাঁকে।” পাটুলি (মহিলা) থানার তরফ থেকে ঘটনার সত্যতায় সিলমোহর দেওয়া হয়েছে।
নয়না আরও জানান, টুবান জামিনের আবেদন করেছেন কি না, কিংবা তিনি জামিন পাবেন কি না—সে খবর এখনও তাঁর কাছে এসে পৌঁছোয়নি।
দিন দুই আগে ইনস্টাগ্রামে নয়না জানিয়েছিলেন, গত তিন বছর ধরে তিনি তাঁর প্রেমিকের হাতে নির্যাতিত। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। এত দিন ধরে প্রেমিকের নামে এই অভিযোগ প্রকাশ্যে আনেননি। যদিও এ বার আর চেপে রাখতে পারেননি।
নয়নার অভিযোগ, টুবান তাঁকে অভিনয় থেকে সরিয়ে আনেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে সারাক্ষণ বিধিনিষেধের মধ্যে রাখতেন। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতেন টুবান। ছাত্রীদের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। নয়নার দাবি, অভিনেত্রী টুবানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর ম্যানেজারের সঙ্গে নাকি আড়াই বছর একত্রবাস করেছেন। সে কথা নাকি ঘুণাক্ষরেও টের পাননি নয়না।
অভিনেত্রীর কথায়, ‘‘আমাকে সব বিষয়ে বাধা দিত। আমার মুম্বই যাওয়া বন্ধ করে দিল। মদ খেয়ে বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করত। বাড়ির দরজার লাথি মারত, মারধর করত। কোনও অনুষ্ঠানে সব সময় ফুলহাতা পোশাক পরে যেতে হবে, এমনই আমাকে বলত। বলত, সারাদিন ‘টুবান, টুবান’ করবি।’’
নয়নার আরও দাবি, টুবানের বিরুদ্ধে অনেকদিন আগেই এফআইআর করেছিলেন তিনি। তবে পুলিশি সহযোগিতা সে ভাবে পাননি। তিনি বলেন, ‘‘ভালবেসে কাজ হারালাম , ঠকলাম। আমার সব শেষ হয়ে গেল। অবশেষে মঙ্গলবার সকালে পুলিশ ওকে বাড়ি থেকে গ্রেফতার করেছে।’’