Lakshmi Puja 2025

পায়েস রাঁধছেন উত্তমকুমারের নাতবৌ! কেউ ফোটাচ্ছেন পদ্ম, দেবী লক্ষ্মীর আরাধনায় টলি নায়িকারা

এঁরা বাস্তবেও লক্ষ্মীমন্ত। লক্ষ্মী-সরস্বতী এঁদের ঘরে বাঁধা। যশ-খ্যাতি-প্রতিপত্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যই নায়িকাদের এত আয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২০:১৫
Share:

নুসরত জাহান, দেবলীনা কুমারের লক্ষ্মী আরাধনা। ছবি: ফেসবুক।

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। সাধারণ থেকে খ্যাতনামী— কেউ বাদ থাকেন না এই আয়োজনে। রুপোলি পর্দার নায়িকারাও এই উদ্‌যাপনে শামিল। উত্তমকুমারের নাতবৌ যেমন চট্টোপাধ্যায় পরিবারের রীতি মেনে পাঁচ লিটার দুধের পায়েস রান্না করেছেন নিজের হাতে। আবার নুসরত জাহান পদ্ম ফোটাতে ব্যস্ত!

Advertisement

লক্ষ্মীপুজোর আগের রাত থেকেই পরিপাটি সেজে এঁরা লক্ষ্মীমন্ত। সোনার চোকার, গা-ভর্তি সোনার গয়না। তার সঙ্গে লাল বেনারসি। চওড়া সিঁদুর, শাঁখা-পলায় শ্বশুরবাড়ির বনেদিয়ানাকেই ধরে রেখেছেন দেবলীনা। হাসতে হাসতে জানিয়েছেন, পুজোর প্রত্যেক আচার-অনুষ্ঠান তিনি বাড়ির নিয়ম মেনে করেন। শুধুই পায়েস রান্না নয়, রেড রোড কার্নিভালেও যোগ দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, সেই জন্যই এত সেজেগুজে রান্নাঘরে।

পদ্ম ফোটাচ্ছেন নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম।

এ দিকে পুজোর রেশ যেন কাটতেই চাইছে না নুসরতের। দুর্গাপুজোর এক সপ্তাহের মাথায় দেবী লক্ষ্মীর আরাধনা। বেগুনি বেনারসিতে নায়িকা সেজেছেন সেই আনন্দে। তার পর পুজোর আয়োজনে মন দিয়েছেন। ধুনোর জোগাড় করেছেন। পুরাণমতে, দেবী কমলাসনা। অর্থাৎ, পদ্মফুলে তাঁর অধিষ্ঠান। তাই নিজের হাতে পদ্মফুল ফোটাতে ব্যস্ত নুসরত। দেবীর আবাহনে ফোটা পদ্ম যে অতি আবশ্যক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement