Entertainment News

অসুস্থ পূজারিনি, টাইগার শ্রফের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া

পর পর বেশ কিছু ছবির কাজ করছেন পূজারিনি। সে সব শুটিং কিছুটা পিছিয়ে শুরু হবে বলে জানালেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
Share:

পূজারিনি ঘোষ। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

অসুস্থ অভিনেত্রী পূজারিনি ঘোষ। পায়ে বাড়ি তৈরির লোহার শিট ঢুকে গিয়ে পাঁচটি সেলাই পড়েছে। আপাতত বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। আর এই অসুস্থতার কারণেই টাইগার শ্রফের সঙ্গে একটা কাজও হাতছাড়া হল নায়িকার।

Advertisement

‘‘বাড়ির ছাদে কাজ হচ্ছিল। প্রথমে আমার বোনের পায়ে কেটে যায়। তার পর আমার। এত রক্ত বেরিয়েছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পাঁচটা সেলাই পড়েছে’’ বাড়ি থেকে ফোনে জানালেন পূজারিনি।

মুম্বইতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ে টাইগার শ্রফের সঙ্গে কাজ করার কথা ছিল পূজারিনির। অসুস্থতার কারণে সে কাজ করতে পারলেন না তিনি। ‘‘ওদের পক্ষে ডেট পিছনো সম্ভব নয়। তাই কাজটা করতে পারলাম না। এই অবস্থায় বাড়ি থেকেই বেরতে পারছি না। মুম্বই যাওয়া তো অসম্ভব’’ আফশোসের সুর নায়িকার গলায়।

Advertisement

আরও পড়ুন, আলিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল কেন? মুখ খুললেন সিদ্ধার্থ

পর পর বেশ কিছু ছবির কাজ করছেন পূজারিনি। সে সব শুটিং কিছুটা পিছিয়ে শুরু হবে বলে জানালেন তিনি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement