কী হয়েছে অভিনেত্রী রণিতা দাসের? ছবি: সংগৃহীত।
শুটিং সেটে হঠাৎই অসুস্থ অভিনেত্রী রণিতা দাস। ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেত্রী। মঙ্গলবার আউটডোরেই হচ্ছিল শুটিং। তার পরে হঠাৎই মাথাযন্ত্রণা শুরু হয়। ওষুধ খেয়েও ব্যথা কমেনি। সেটে অসুস্থতা আরও বাড়ে। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কী হয়েছে অভিনেত্রীর?
মঙ্গলবার ওষুধ খাওয়ার পরেও যখন তাঁর মাথাযন্ত্রণা কমেনি, তখন তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। তার পরে আবার বমি করতে শুরু করেন অভিনেত্রী। আনন্দবাজার ডট কম-কে এ কথা জানিয়েছেন অভিনত্রীর সহায়িকা। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তিনি জানিয়েছেন, রণিতা এমনিতে বিপন্মুক্ত। কিন্তু বেশ কিছু পরীক্ষার জন্য তাঁকে এখনও হাসপাতালে থাকতে হবে। যেহেতু শুটিং সেটে বমিও হয়েছিল, তাই শরীর নিয়ে ঝুঁকি নিতে রাজি ছিলেন না কেউই।
ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা হয়েছে। তাতে কিছু পাওয়া যায়নি। যেহেতু মাথায় কষ্ট হচ্ছিল তাই বুধবার হবে ‘এমআরআই’। এমনিতে এখন ভাল আছেন রণিতা। কথাও বলছেন সকলের সঙ্গে। আপাতত বাকি পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় অভিনেত্রী। এই মুহূর্তে রণিতা অভিনীত ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনার পর্ব। অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে নায়িকার জুটি নজর কেড়েছে দর্শকের।