Richa Chadda

সোয়াইন ফ্লুয়ে কাবু রিচা চড্ডা

সাত দিন পর গত মঙ্গলবার নিজের আগামী ছবি মৃঘদীপ সিংহ লাম্বার ‘ফুকরে রিটার্নস’-এর ট্রেলার লঞ্চে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেও মাস্ক পরে গিয়েছিলেন রিচা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ১৩:৫৬
Share:

অসুস্থ রিচা। ছবি: রিচা চড্ডার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

আমির খান, কিরণ রাওয়ের পর এ বার সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হলেন রিচা চড্ডা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে অসুস্থ তিনি। মার্কিন সফর করে মুম্বই ফিরে আসার পর থেকেই জ্বরে কাহিল নায়িকা। ইনস্টাগ্রামে অসুস্থতার ছবিও শেয়ার করেছেন তিনি।

Advertisement

' ?

' ?

Advertisement

আরও পড়ুন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দিলীপ কুমার

সাত দিন পর বাড়ি থেকে বেরিয়ে গত মঙ্গলবার নিজের আগামী ছবি মৃঘদীপ সিংহ লাম্বার ‘ফুকরে রিটার্নস’-এর ট্রেলার লঞ্চে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাস্ক পরে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, সোয়াইন ফ্লুয়ে কাহিল আমির-কিরণ

রাতের দিকে প্রায় ১০৪ ডিগ্রি সেলসিয়াস জ্বর আসছিল বলে জানিয়েছেন রিচা। তবে এখন অনেকটাই ভাল আছেন তিনি। আরও কিছুদিন বাড়িতে বিশ্রাম নিয়েই কাজে যোগ দেবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement