Bengali TV Serial

ছেলের এক মাস বয়স হতেই মা চাইছেন ছেড়ে যেতে! কোন সিদ্ধান্ত নিতে চলেছেন রূপসা?

মাত্র ঘণ্টা দু’য়েক ছেলের থেকে দূরে। তাতেই নাকি অভিমান হয়েছে একরত্তির! রূপসাকে কাছে পেতেই নাকি ঠোঁট ফুলিয়েছে সে! জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
Share:

দ্রুত অভিনয়ে ফিরতে চাইছেন রূপসা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

দেখতে দেখতে ছেলের বয়স এক মাস। অভিনয় থেকে দূরে মা, আরও বেশ কয়েক মাস আগে থেকেই। রূপসা চট্টোপাধ্যায়ের শেষ কাজ রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এ। সেখানে তিনি নটীর বান্ধবী ‘কনকলতা’। রবিবার সেই চরিত্রের কিছু ছবি ও ভিডিয়ো অংশ সমাজমাধ্যমে ভাগ করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বামী সায়নদীপ সরকার। অভিনেত্রী স্ত্রীকে আবারও নতুন চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

Advertisement

রূপসা কি শীঘ্রই লাইট-ক্যামেরা-সাউন্ড-অ্যাকশনের দুনিয়ায় ফিরতে চলেছেন?

নতুন মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। রূপসা বলেছেন, “ভাবছি, ছোট ছোট ফোটোশুট দিয়ে আবার কাজ শুরু করব। ছেলের বয়স মাত্র এক মাস। এখনও বেশি বড় কাজ বা ভারী কাজ নিতে পারব না। একই ভাবে নিজেকেও প্রস্তুত করতে হবে।” অভিনেত্রী যে বেশি দিন বাড়িতে বসে থাকতে রাজি নন, জানিয়েছেন তা-ও। তাড়াতাড়ি কাজে ফিরতে চান রূপসা।

Advertisement

তখনও রূপসার ছেলে সদ্যোজাত। ছবি: ফেসবুক।

২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’। রূপসার কথায়, “২৬ জানুয়ারি ছেলে জন্মাল। আমি ছবি দেখতে যেতে পারিনি। কেবল শুনেছি, দর্শকের খুবই পছন্দ হয়েছে। গত রবিবার, প্রথম বার ছেলেকে মায়ের কাছে রেখে সায়নের সঙ্গে ছবি দেখতে গেলাম। তারই কিছু মুহূর্ত সায়নদীপ সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে। তবে ছবিগুলো শুটিংয়ের সময় তোলা।”

মাত্র ঘণ্টা দু’য়েক ছেলের থেকে দূরে। তাতেই নাকি অভিমান হয়েছে একরত্তির! মাকে কাছে পেতেই নাকি ঠোঁট ফুলিয়েছে সে! প্রথম মাতৃত্ব কতটা উপভোগ্য? ছেলের সব কিছু কি রূপসা একাই সামলাচ্ছেন?

অভিনেত্রীর জবাব, “সকলে মিলে দেখভাল করছি। হ্যাঁ, বেশির ভাগ সময় আমার কাছে থাকে। খাওয়ানো, ঢেঁকুর তোলানো, পোশাক বদলানো— আমি করি। রাতে ঘুম পাড়ানোর দায়িত্বে ছেলের বাবা। দিনের বাকি সময় আমার মায়ের কাছে থাকে।” এ ভাবে পরিবারের সকলের সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দিচ্ছেন অভিনেত্রী। যাতে কাজ শুরু করার পর ছেলের সমস্যা না হয়। রূপসা জানিয়েছেন, স্টুডিয়োপাড়া থেকে তাঁর বাড়ি ঢিল ছোড়া দূরে। দরকারে কাজের ফাঁকে ছেলেকে দেখতে আসতেও পারবেন। অভিনেত্রীর মতে, “ছেলেকেও ছোট থেকে বুঝতে হবে, মাকে কাজে বেরোতে হয়। সেই মতো ওকে বড় করে তোলার চেষ্টা করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement