সায়ন্তিকার পাশে মিমি। ছবি: সংগৃহীত।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অঘটন। সব সময়ের সঙ্গীকে হারালেন অভিনেত্রী তথা বিধায়ক। নিজেই শোকের খবর দিলেন সমাজমাধ্যমে।
সায়ন্তিকা বরাবরই পশুপ্রেমী। নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। প্রায়ই চারপেয়ে সন্তানদের নিয়ে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। তেমনই এক পোষ্যকে হারালেন তিনি। সেই সারমেয় সন্তানের নাম সিরাজ। প্রায়ই সিরাজের সঙ্গে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। রবিবার সকাল সাতটায় মারা যায় তাঁর এই পোষ্য সারমেয়টি।
সিরাজের সঙ্গে কাটানো বেশ কিছু মনে রাখার মতো মুহূর্ত ভাগ করে নিয়েছেন সায়ন্তিকা। কোথাও সায়ন্তিকার সঙ্গে বসে আছে সিরাজ। কোথাও আবার জানলা দিয়ে উঁকি মারছে সে। কোথাও আবার সায়ন্তিকার সঙ্গে চলছে তার খুনসুটি। অভিনেত্রী ছবির সঙ্গে লিখেছেন, “সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর কখনওই আগের মতো থাকতে পারব না। তুই আমার গোটা পৃথিবী ছিলি। আমরা সবাই তোকে খুব ভালবাসি।”
সিরাজের সঙ্গে সায়ন্তিকার ছবি চোখে জল এনে দিয়েছে নেটাগরিকদেরও। টলিপাড়ার আর এক পশুপ্রেমী মিমি চক্রবর্তীও শোকপ্রকাশ করেছেন একটি মন্তব্য করে। মিমি নিজেও পোষ্যপ্রেমী। তাই এই অনুভূতি তাঁরও খুব কাছের। মিমি মন্তব্য করেছেন, “পরপারে সিরাজের সঙ্গে আবার আমাদের ঠিক দেখা হবে।” সায়ন্তিকার জন্য সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, “ও তোমার কাছে ঠিক ফিরে আসবে। অথবা ও এমন কাউকে পাঠাবে, যে তোমাকে শোক থেকে টেনে বার করে নিয়ে আসবে।” সায়ন্তিকার অনুরাগীরাও সিরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।