গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে বিতর্কের শেষ নেই। ও পার বাংলায় তাঁদের দাম্পত্য, বিবাহবিচ্ছেদ বিপুল আলোচনা হয়েছে। অপুর সঙ্গে দীর্ঘ নয় বছরের দাম্পত্য ভেঙে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক। দু’পক্ষেরই সন্তান রয়েছে অভিনেতার। দুই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক ভাঙলেও সন্তানদের সব দায়িত্ব পালন করেন নায়ক। তবে অপু এবং বুবলীর মধ্যে যে সম্পর্ক মোটেই ভাল নয়, বাংলাদেশি সংবাদমাধ্যমে বার বার উঠে এসেছে সেই কথা। ইদের আগে একাধিক জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা। সেখানে অবশ্যই তাঁদের তিক্ত সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন অপু। সেখানেই নায়িকাকে বুবলী সম্পর্কে প্রশ্ন করা হয়। সেখানে নিজের মতামত স্পষ্ট জানিয়েছেন শাকিবের প্রথম পক্ষের স্ত্রী। অপু বলেন, “আসলে ওঁকে আমি ঘৃণা করি। এক বাক্যে এই কথাটি বললাম। ওঁর নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমায় নিয়ে তাঁর কী মন্তব্য, জানার সময়ও নেই। এক বাক্যে তাঁকে ঘৃণা করি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।”
অন্য দিকে সেই একই অনুষ্ঠানে বুবলীকে প্রশ্ন করা হয়েছিল তিনি অপুকে কী বলে সম্বোধন করেন। সেখানে অভিনেত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কোনও দিনই এমন কোনও কথা হয়নি অপুর। তাই সম্বোধন করার প্রশ্নই ওঠে না। এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের কোনও উন্নতি হয়েছে কি না তা স্পষ্ট নয় দর্শকের।